Loading [MathJax]/extensions/tex2jax.js
 
স্মার্টফোনের প্রসেসর কোন ধরনের?

A ARM

B x86

C RISC

D CISC

Solution

Correct Answer: Option A

- স্মার্টফোনে ARM প্রসেসর ব্যবহার করা হয়।
কারণ:
- ARM প্রসেসর RISC আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি
- কম পাওয়ার খরচ করে কাজ করে
- ব্যাটারি লাইফ বেশি দেয়
- কম তাপ উৎপাদন করে
- মোবাইলের ছোট জায়গায় ভালভাবে কাজ করে
- ফ্যান ছাড়াই চলে
- তুলনামূলকভাবে সস্তা
- মোবাইল ডিভাইসের জন্য বিশেষভাবে ডিজাইন করা
- Android, iOS সফটওয়্যার এর সাথে ভাল কম্প্যাটিবিলিটি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions