Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই-এর সর্বশেষ এআই চ্যাটবটের নাম কী?

A গ্রোক-১ (GROK-1)

B গ্রোক-২ (GROK-2)

C গ্রক-৩ (GROK-3)

D গ্রোক-৪ (GROK-4)

Solution

Correct Answer: Option C

- ইলন মাস্কের এক্স সংস্থার এআইয়ের নাম ‘এক্সএআই’।
- এক্সআই একটি নতুন এআই চ্যাটবোট লঞ্চ করেছে যার নাম গ্রক-৩।
- এর আগে গ্রক এবং গ্রক ২ লঞ্চ হয়েছে।
- গ্রক-৩ এর মধ্যে রয়েছে অ্যাডভান্স রিজনিং, টেক্সট থেকে ভিডিও কনভার্শন, সেলফ কারেকশন মেকানিজম, এইসব সুবিধা।
- এটি একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোট।
- ইলন মাস্ক বলেছেন, গ্রক হলো ‘স্মার্টেস্ট এআই অন আর্থ’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions