'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়?
A কথা দিয়ে সাহিত্য
B সাহিত্যের কথা
C নাটক
D উপন্যাস ও ছোটগল্প
Solution
Correct Answer: Option D
- কথাসাহিত্য বলতে উপন্যাস ও ছোটগল্পকে বোঝায়।
- উপন্যাসে ব্যক্তি জীবনের বৃহত্তর পরিসরের পরিচয় রূপলাভকরে কিন্তু ছোটগল্পে কোনো চরিত্রের একটিমাত্র দিকের প্রতিফলন ঘটে।