Solution
Correct Answer: Option A
- বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস।
- তিনি লোকসমাজে প্রচলিত রাধা-কৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে ৪১৮টি পদ, ১৬১টি শ্লোক ও ১৩টি খণ্ডের মাধ্যমে খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' রচনা করেন।
- প্রাচীনযুগের চর্যাপদের পদকর্তা কাহ্নপা;
- মধ্যযুগের মিথিলার রাজসভার কবি ও ব্রজবুলি ভাষার স্রষ্টা বিদ্যাপতি;
- 'ভাগবত' বাংলায় 'শ্রীকৃষ্ণবিজয়' (১৪৮০) নামে অনুবাদ করেন মালাধর বসু।