কামাল,জামাল এবং সালাম এর দৈনিক আয় একত্রে ৯০ টাকা । যদি জামাল কামালের চেয়ে ১০ টাকা বেশি আয় করে এবং সালামের আয় জামালের আয়ের দ্বিগুন হয়,তবে কামাল ও জামালের আয়ের গড় কত ?

A    ১০ টাকা

B    ২০ টাকা

C    ৩০ টাকা

D    ৪০ টাকা

Solution

Correct Answer: Option B

 

ধরি, জামালের আয় = ক টাকা

কামালের আয় = ক - ১০ টাকা

সালামের আয় = ২*ক টাকা

এখন,

ক + ক - ১০ + ২*ক = ৯০

বা, ৪*ক = ৯০+ ১০

বা, ৪*ক = ১০০

বা, ক = ১০০/৪ = ২৫ টাকা

 

অতএব,

জামালের আয় = ২৫ টাকা

কামালের আয় = ২৫ - ১০ = ১৫ টাকা

তাদের গড় আয় = (২৫ + ১৫) / ২ = ৪০/২ = ২০ টাকা  

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions