একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৬ ঘণ্টায় যায় ২৪ কি.মি.। একই নৌকা স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় একই দূরত্ব অতিক্রম করে। নৌকার বেগ ঘণ্টায় কত কি.মি? 

A    ৫ কি.মি

B    ২.৫ কি.মি

C    ১ কি.মি

D    কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

 

একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৬ ঘণ্টায় যায় ২৪ কি.মি

একটি নৌকা স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টায় যায় ২৪/৬ বা, ৪ কি.মি

আবার,

নৌকাটি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় যায় ২৪ কি.মি

নৌকাটি স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় যায় ২৪/৪ বা, ৬ কি.মি

যদি, নৌকার বেগ = ক

স্রোতের বেগ = খ

তাহলে,

ক + খ = ৪ ............................ (১)

ক - খ = ৬ ............................ (২)

(১) এবং (২) যোগ করে পাই,

২*ক = ১০

বা, ক = ১০/২ = ৫

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions