বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটারের নাম কী?
A ফুগাকু
B রেইমেই
C টাইটান
D সামিট
Solution
Correct Answer: Option B
- জাপানের প্রকৌশলীরা বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটার চালু করেছেন।
- ২০-কিউবিটের এই কোয়ান্টাম কম্পিউটারের নাম ‘রেইমেই’।
- দ্রুতগতির দিক থেকে পৃথিবীর ৬ষ্ঠ সুপারকম্পিউটার ‘ফুগাকু’র সঙ্গে একে জুড়ে দেওয়া হয়েছে।
- নতুন এ হাইব্রিড সুপারকম্পিউটার প্রচলিত সুপারকম্পিউটারের চেয়ে জটিল হিসেবে করতে পারবে আরও দ্রুততম সময়ে। জাপানের রাজধানী টোকিওর কাছের সাইতামা অঞ্চলে অবস্থিত রিকেন সায়েন্টিফিক ইনস্টিটিউটে এটি স্থাপন করা হয়েছে। পদার্থবিদ্যা ও রসায়ন গবেষণার জন্য এটি ব্যবহার করা হবে।’