কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন?

A বলাকা

B পুনশ্চ

C খাপছাড়া

D সেঁজুতি

Solution

Correct Answer: Option B

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ 'পুনশ্চ ' (১৯৩২) ।
- এ কাব্য থেকে তিনি গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন ।
- এ কাব্যগ্রন্থের অন্যতম কবিতা 'তীর্থযাত্রী ' টি এস এলিয়ট এর 'The journey of the Magi ' কবিতার অনূদিত রূপ ।
- এছাড়াও 'বাঁশী ' কবিতাটির ভাবও রবীন্দ্রনাথ ঠাকুর টি এস এলিয়টের 'The Love Song of J.Alfred Prufrock ' থেকে গ্রহণ করেছেন ।
- উল্লেখযোগ্য কবিতাঃ শেষ চিঠি ,ক্যামিলিয়া ,সাধারণ মেয়ে ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের গতিতত্ত্ব বিষয়ক কাব্য 'বলাকা ;
- শিশুতোষ বিষয়ক কাব্য 'খাপছাড়া ' ;
- মৃত্যুকে জয় করে জীবনের সার্থকতা উড্ডীন করা বিষয়ক কাব্য 'সেঁজুতি ' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions