পাঞ্চকার্ডের ব্যবহার কোন শিল্পে শুরু হয়?

A চামড়াশিল্প 

B বস্ত্রশিল্প 

C কাগজশিল্প 

D ধাতবশিল্প

Solution

Correct Answer: Option B

- ১৮০১ সালে ফরাসি উদ্ভাবক জোসেফ মেরি জ্যাকার্ড সর্বপ্রথম তাঁত যন্ত্রে নকশা করার জন্য পাঞ্চকার্ড ব্যবহার করেন।
- ১৯ শতকের শুরুর দিকে তিনি কাপড়ের বুননে জটিল নকশা সহজে ফুটিয়ে তোলার জন্য এই পদ্ধতির প্রচলন করেছিলেন।
- পাঞ্চকার্ডে থাকা ছিদ্রগুলোর বিন্যাসই নির্ধারণ করত যে, তাঁতের সুতোগুলো কীভাবে ওঠানামা করবে এবং নকশা তৈরি হবে।
- এই উদ্ভাবনকে বস্ত্রশিল্পের এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে গণ্য করা হয়, যা পরবর্তীতে কম্পিউটিংয়ের ভিত্তি হিসেবে কাজ করে।
- পরবর্তীকালে চার্লস ব্যাবেজ তাঁর 'অ্যানালিটিক্যাল ইঞ্জিন'-এ তথ্য ইনপুট ও প্রসেসিংয়ের জন্য এই পাঞ্চকার্ডের ধারণাটি গ্রহণ করেছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions