Solution
Correct Answer: Option C
- চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine) নামক গণনা যন্ত্র আবিষ্কার করেন।
- এটি ছিল একটি যান্ত্রিক ক্যালকুলেটর যা গাণিতিক সারণী তৈরি করতে পারত।
- চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
- ডিফারেন্স ইঞ্জিন তৈরির পর তিনি আরও উন্নত একটি যন্ত্রের পরিকল্পনা করেন যার নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন (Analytical Engine)।
- এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনই আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।