Solution
Correct Answer: Option C
- চার্লস ব্যাবেজ (Charles Babbage) ১৮৩৩ সালে তাঁর দ্বিতীয় যন্ত্রটির নকশা তৈরি করেন, যার নাম 'অ্যানালাইটিক্যাল ইঞ্জিন' (Analytical Engine)।
- এই যন্ত্রটিতে তিনি আধুনিক কম্পিউটারের মৌলিক অংশগুলোর (যেমন: ইনপুট, প্রসেসিং, মেমোরি ও আউটপুট) ধারণা প্রবর্তন করেছিলেন।
- ব্যাবেজের প্রথম তৈরি করা যন্ত্রটির নাম ছিল 'ডিফারেন্স ইঞ্জিন' (Difference Engine), যা তিনি ১৮২২ সালে আবিষ্কার করেন।
- অ্যানালাইটিক্যাল ইঞ্জিন সম্পূর্ণরূপে তৈরি করা সম্ভব না হলেও, এর গঠন ও কার্যপ্রণালী আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করেছিল।
- এই যুগান্তকারী অবদানের জন্যই চার্লস ব্যাবেজকে 'কম্পিউটারের জনক' (Father of Computer) বলা হয়।