Solution
Correct Answer: Option B
- জোসেফ মেরি জ্যাকার্ড সর্বপ্রথম তাঁত যন্ত্রে নকশা করার জন্য পাঞ্চকার্ড ব্যবহার করেন।
- ১৯ শতকের শুরুর দিকে তিনি কাপড়ের বুননে জটিল নকশা ফুটিয়ে তোলার জন্য এই পদ্ধতির প্রচলন করেছিলেন।
- পাঞ্চকার্ডে থাকা ছিদ্রগুলোর বিন্যাসই নির্ধারণ করত যে, তাঁতের সুতোগুলো কীভাবে ওঠানামা করবে এবং নকশা তৈরি হবে।
- পরবর্তীকালে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে এবং প্রাথমিক কম্পিউটারগুলোতে তথ্য ইনপুট ও প্রসেসিংয়ের জন্যও পাঞ্চকার্ডের ধারণা ব্যবহৃত হয়েছিল।
- তবে পাঞ্চকার্ডের প্রাথমিক ও অন্যতম প্রধান ব্যবহার ছিল তাঁত শিল্পের নকশা তৈরি করা ।