প্রথম প্রিন্টিং ক্যালকুলেটরের আবিষ্কারক কে?

A চার্লস ব্যাবেজ 

B পার জর্জ শয়েজ  

C হাওয়ার্ড এইকেন 

D হারম্যান হলেরিথ

Solution

Correct Answer: Option B

- ১৮৪৩ সালে সুইডিশ আবিষ্কারক পার জর্জ শয়েজ (Per Georg Scheutz) প্রথম প্রিন্টিং ক্যালকুলেটর তৈরি করেন।
- তিনি চার্লস ব্যাবেজের 'ডিফারেন্স ইঞ্জিন' দ্বারা অনুপ্রাণিত হয়ে এই যন্ত্রটি ডিজাইন করেছিলেন।
- তাঁর তৈরি এই যন্ত্রটি গাণিতিক হিসাব সম্পন্ন করার পাশাপাশি ফলাফল কাগজে প্রিন্ট করতে পারত।
- ১৮৫৫ সালে প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব মেলায় তাঁর এই মেশিনটি স্বর্ণপদক লাভ করে।
- চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কারণ তিনি 'ডিফারেন্স ইঞ্জিন' ও 'অ্যানালিটিক্যাল ইঞ্জিন'-এর ধারণা দিয়েছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions