Solution
Correct Answer: Option C
- ১৮৯০ সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারির বিপুল তথ্য প্রক্রিয়াকরণের জন্য হারম্যান হলোরিথ (Herman Hollerith) ট্যাবুলেটিং মেশিন (Tabulating Machine) আবিষ্কার করেন।
- এটিই বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রো-মেকানিক্যাল ডেটা প্রসেসিং মেশিন হিসেবে স্বীকৃত, যা পাঞ্চড কার্ড (Punched card) ব্যবহার করে তথ্য সংরক্ষণ ও গণনা করতে পারত।
- এই যন্ত্রে একটি অংশ কার্ডের ছিদ্রগুলো শনাক্ত করে তথ্য রেকর্ড করত এবং অন্য একটি অংশ সেই রেকর্ড করা তথ্যের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে গণনা বা ক্যালকুলেশন সম্পন্ন করত।
- হারম্যান হলোরিথের এই ট্যাবুলেটিং মেশিন কোম্পানিটি পরবর্তীতে একীভূতের মাধ্যমে ১৯২৪ সালে বিশ্ববিখ্যাত আইবিএম (IBM) কর্পোরেশনে রূপান্তরিত হয়।
- অন্যদিকে, এনিয়াক (ENIAC) হলো বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এবং মার্ক-১ (Mark-1) হলো প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার, কিন্তু ডেটা প্রসেসিংয়ের আদি যন্ত্র হিসেবে ট্যাবুলেটিং মেশিনই অগ্রগণ্য।