Which program is an example of platform of independent program?
Solution
Correct Answer: Option C
- প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট (Platform Independent) বলতে বোঝায় এমন একটি প্রোগ্রাম যা যেকোনো অপারেটিং সিস্টেমে (যেমন উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স) চলতে পারে।
- জাভা (JAVA) একটি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ভাষা।
- জাভা কোড কম্পাইল করার পর 'বাইটকড' (bytecode) তৈরি হয়, যা জাভা ভার্চুয়াল মেশিন (JVM) এর মাধ্যমে যেকোনো অপারেটিং সিস্টেমে চালানো যায়।