Solution
Correct Answer: Option D
- VGA বলতে বোঝায় Video Graphics Array।
- এটি একটি অ্যানালগ ইন্টারফেস যা কম্পিউটার থেকে মনিটর বা প্রজেক্টরের মতো ডিসপ্লে ডিভাইসে ভিডিও সংকেত পাঠায়।
- একটি স্ট্যান্ডার্ড ভিজিএ (VGA) কানেক্টরে তিনটি সারিতে মোট ১৫টি পিন থাকে।
- ১৯৮৭ সালে সর্বপ্রথম আইবিএম (IBM) তাদের PS/2 কম্পিউটারের সাথে এই প্রযুক্তিটি প্রবর্তন করে।
- বর্তমানে এইচডিএমআই (HDMI) ও ডিসপ্লে পোর্টের (DisplayPort) মতো ডিজিটাল ইন্টারফেস বেশি জনপ্রিয় হলেও পুরোনো অনেক ডিভাইসে এটি এখনও ব্যবহৃত হয়।