ABC কম্পিউটারের পুরো নাম কী?
A Automatic Binary Computer
B Advanced Binary Calculator
C Atanasoff-Berry-Computer
D Automatic Berry Computer
Solution
Correct Answer: Option C
- Atanasoff-Berry-Computer বা ABC কম্পিউটার হলো বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার।
- মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক জন ভিনসেন্ট আটানাসফ (John Vincent Atanasoff) এবং তার ছাত্র ক্লিফোর্ড বেরি (Clifford Berry) এটি তৈরি করেন।
- ১৯৩৭ সাল থেকে ১৯৪২ সালের মধ্যে এই বিশেষ কম্পিউটারটি ডিজাইন ও তৈরি করা হয়েছিল বলে তাঁদের নামানুসারে এর নাম রাখা হয় 'আটানাসফ-বেরি কম্পিউটার'।
- যদিও এটি সর্বজনীন বা প্রোগ্রামেবল ছিল না, তবুও এটি বাইনারি অ্যারিথমেটিক, পারালেল প্রসেসিং এবং মেমোরি স্টোরেজের মতো আধুনিক কম্পিউটিংয়ের মৌলিক ধারণাগুলো প্রবর্তন করেছিল।