ABC কম্পিউটারের প্রথম আবিষ্কারকের পুরো নাম কী?

A জন মাউচলি 

B জন-এটানাসফ  

C জন নিউম্যান 

D জন প্রেসপার

Solution

Correct Answer: Option B

- ABC কম্পিউটারের পূর্ণরূপ হলো Atanasoff-Berry Computer
- এটি বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হিসেবে স্বীকৃত।
- এই কম্পিউটারটি ১৯৩৯ থেকে ১৯৪২ সালের মধ্যে উদ্ভাবিত হয়েছিল।
- এটির মূল উদ্ভাবক ছিলেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক জন ভিনসেন্ট এটানাসফ (John Vincent Atanasoff)
- তাঁর সাহায্যকারী বা শিষ্য ছিলেন স্নাতক শিক্ষার্থী ক্লিফোর্ড বেরি (Clifford Berry)
- অধ্যাপক এটানাসফ এবং ছাত্র বেরির নামানুসারেই এই যন্ত্রটির নাম রাখা হয় এটানাসফ-বেরি কম্পিউটার (ABC)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions