নিউম্যানের কনসেপ্ট অনুযায়ী তৈরি প্রথম কম্পিউটার কোনটি?
Solution
Correct Answer: Option B
EDVAC
- জন ভন নিউম্যানের (John von Neumann) প্রবর্তিত "Stored Program" বা সংরক্ষিত প্রোগ্রাম ধারণা ব্যবহার করে ডিজাইন করা প্রথম কম্পিউটার ছিল EDVAC (Electronic Discrete Variable Automatic Computer)।
- ১৯৪৫ সালে জন ভন নিউম্যান তাঁর বিখ্যাত প্রতিবেদন "First Draft of a Report on the EDVAC"-এ এই নতুন আর্কিটেকচারের প্রস্তাবনা দেন, যেখানে ডেটা এবং ইনস্ট্রাকশন একই মেমোরিতে সংরক্ষিত থাকে।
- যদিও EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) প্রথম *ব্যবহারিক* বা *কার্যকরী* সংরক্ষিত প্রোগ্রাম কম্পিউটার হিসেবে রান করেছিল (১৯৪৯ সালে), কিন্তু নিউম্যানের আর্কিটেকচার অনুযায়ী EDVAC-এর ডিজাইন এবং নির্মাণকাজ আগেই শুরু হয়েছিল এবং এটি মূলত সেই ধারণারই প্রথম বাস্তবায়ন।
- ENIAC ছিল বিশ্বের প্রথম সাধারণ কাজে ব্যবহারযোগ্য ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, কিন্তু শুরুতে এটি নিউম্যানের আর্কিটেকচার মেনে তৈরি হয়নি (পরে এতে পরিবর্তন আনা হয়েছিল)।
- UNIVAC ছিল প্রথম বাণিজ্যিকভাবে তৈরি ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা সাধারণ ব্যবসায়িক ও বৈজ্ঞানিক কাজের জন্য ব্যবহৃত হত।