EDSAC এর আবিষ্কারক কে?

A জন ভন নিউম্যান

B অধ্যাপক মরিস উইলকিস

C হাওয়ার্ড এইকেন

D জন মাউচলি

Solution

Correct Answer: Option B

- EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) কম্পিউটারটি আবিষ্কার করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলকিস (Professor Maurice Wilkes)।
- এটি ছিল বিশ্বের প্রথম ব্যবহারযোগ্য প্রোগ্রাম-সংরক্ষণ (Stored-program) প্রযুক্তির কম্পিউটার।
- জন ভন নিউম্যানের (John von Neumann) কম্পিউটার আর্কিটেকচার বা গঠনরীতির ওপর ভিত্তি করে এর নকশা তৈরি করা হয়েছিল।
- এটি ১৯৪৯ সালের ৬ মে তার প্রথম প্রোগ্রাম বা গণনা সম্পাদন করতে সক্ষম হয়।
- এই কম্পিউটারটি বিজ্ঞানের বিভিন্ন গবেষণার কাজে, বিশেষ করে জিনতত্ত্ব এবং আবহাওয়া গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হতো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions