Solution
Correct Answer: Option B
- EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) কম্পিউটারটি আবিষ্কার করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলকিস (Professor Maurice Wilkes)।
- এটি ছিল বিশ্বের প্রথম ব্যবহারযোগ্য প্রোগ্রাম-সংরক্ষণ (Stored-program) প্রযুক্তির কম্পিউটার।
- জন ভন নিউম্যানের (John von Neumann) কম্পিউটার আর্কিটেকচার বা গঠনরীতির ওপর ভিত্তি করে এর নকশা তৈরি করা হয়েছিল।
- এটি ১৯৪৯ সালের ৬ মে তার প্রথম প্রোগ্রাম বা গণনা সম্পাদন করতে সক্ষম হয়।
- এই কম্পিউটারটি বিজ্ঞানের বিভিন্ন গবেষণার কাজে, বিশেষ করে জিনতত্ত্ব এবং আবহাওয়া গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হতো।