A জন মাউসলি, উইলিয়াম শকলে, ওয়াল্টার ব্রাটেইন
B জন বারডিন, উইলিয়াম শকলে, ওয়াল্টার ব্রাটেইন
C প্রেসপার একার্ট, জন বারডিন, উইলিয়াম শকলে
D ওয়াল্টার ব্রাটেইন, জন মাউসলি, জন বারডিন
Solution
Correct Answer: Option B
- ট্রানজিস্টর আবিষ্কার কম্পিউটার প্রযুক্তির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা।
- ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে এই তিনজন বিজ্ঞানী—জন বারডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্রাটেইন—যৌথভাবে ট্রানজিস্টর উদ্ভাবন করেন।
- এই যুগান্তকারী কাজের জন্য তারা ১৯৫৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।