Solution
Correct Answer: Option B
- ১৯৭১ সালে ইনটেল কর্পোরেশনের ড. টেড হফ-এর তত্ত্বাবধানে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি হয়।
- এই প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম ছিল ‘ইনটেল-৪০০৪’ (Intel-4004)।
- এই 'ইনটেল-৪০০৪' চিপটি প্রথম একটি জাপানি কোম্পানি তাদের ক্যালকুলেটরে ব্যবহারের জন্য তৈরি করিয়েছিল।
- জাপানি কোম্পানিটির নাম ছিল 'Busicom' এবং তাদের ক্যালকুলেটরটির মডেল ছিল Busicom 141-PF।
- যদিও বর্তমানে কম্পিউটারে মাইক্রোপ্রসেসরের বহুল ব্যবহার রয়েছে, কিন্তু এর জন্ম হয়েছিল মূলত ক্যালকুলেটরের মস্তিষ্ক হিসেবে কাজ করার জন্য।