Solution
Correct Answer: Option D
✔ Windows মূলত মাইক্রোসফটের একটি ফাল্গশিপ অপারেটিং সিস্টেম যা মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি একটি গ্রাফিকাল অপারেটিং সিস্টেম।
✔ ১৯৮৫ সালের নভেম্বর মাসে মাইক্রোসফট তাদের ডিস্ক অপারেটিং সিস্টেম (DOS) এর বাড়তি সুবিধা হিসেবে Windows -কে বাজারে আনে।
✔operating system এর কিছু উদাহরণ হল UNIX, MS-DOS, MS-Windows – 98/XP/Vista, Windows-NT/2000, OS/2 and Mac OS etc.