Solution
Correct Answer: Option C
একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫ টি, এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে। যেমন- ঐ (অ+ই), ঔ (অ+উ)। অন্য যৌগিক স্বরের প্রতীক স্বরূপ কোন বর্ণ নেই।