একনজরে চুক্তিগুলোঃ
চুক্তি |
সাক্ষরের তারিখ |
বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি |
১৯ মার্চ, ১৯৭২ |
ছিট মহল/মুজিব-ইন্দিরা চুক্তি |
১৯৭৪ এবং ২০১৫ সালে ৩১ জুলাই |
গঙ্গা পানি বণ্টন চুক্তি |
১২ ডিসেম্বর, ১৯৯৬ |
পার্বত্য শান্তি চুক্তি |
২ ডিসেম্বর, ১৯৯৭ |
বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি:
বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি ১৯৭২ সালের ১৯ মার্চ ঢাকায় স্বাক্ষরিত হয় ২৫ বছর মেয়াদী। চুক্তিটি দুটি দেশের মধ্যে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছিল। এর মেয়াদ শেষ হয়েছে ১৮ মার্চ, ১৯৯৭। চুক্তির ১৯টি অনুচ্ছেদ রয়েছে।
ছিট মহল/মুজিব-ইন্দিরা চুক্তিঃ
* ছিটমহল- (Enclave) কোনো একটি রাষ্ট্রের একটি এলাকা, যে এলাকা চতুর্দিক থেকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত।
* প্রথম ছিটমহল চুক্তিঃ ১৬ মে, ১৯৭৪ সালে।
* চুক্তির নামঃ মুজিব-ইন্দিরা চুক্তি।
* দিল্লিতে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন। (শেখ হাসিনা+ নরেন্দ্র মোদী)
* ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে অর্থাৎ ১ আগস্ট ২০১৫ তে সীমান্ত চুক্তি কার্যকর হয়।
* বাংলাদেশের ছিটমহল বিষয়ে চুক্তি আছে সংবিধানের ৩য় সংশোধনীতে।
* বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ছিটমহল ছিল: ১৬২টি।
* ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিলঃ ৫১টি।
* বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিলঃ ১১১টি।
* "ছিট মহল বেষ্টিত জেলা” বলা হতো- লালমনিরহাটকে।
* বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছিটমহল ছিলঃ দ্রহগ্রাম ও আঙ্গোরপোতা
* ভারতীয় অংশে বাংলাদেশের ছিটমহল:
কুচবিহার, জলপাইগুড়ি
* বাংলাদেশ অংশে ভারতের ছিটমহল:
লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারি