বিশ্ব শিক্ষক দিবস

‘শিক্ষক দিবস’ হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি "বিশেষ দিবস যা পৃথিবীর বহু দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয়। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও ৫ অক্টোবর ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ‘বিশ্ব শিক্ষক দিবস’ । শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, তবে শিক্ষকেরা হলেন শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকদের কাজই হবে ৬ষ্য এর করা। এটি কোনো সাধারণ কাজ নয়। এটি নিঃসন্দেহে একটি সৃজনশীল কাজ। কারণ, শিক্ষক ইটপাথুরের মতো কোনো জিনিস নিয়ে কাজ করেন না। তিনি কাজ করেন রক্ত-মাংস দিয়ে গড়া শিক্ষার্থীদের নিয়ে, যাদের মধ্যে আছে অসাধারণ একটা মন। আর এই মনের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করেই শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হয়। ভবিষ্যৎ মানেই স্বপ্নের হাতছানি। বিশেষ করে শিক্ষার্থীদের কাছে তো বটেই। আর এই স্বপ্নের বাস্তবায়ন মানেই তো হাজারো সংকটের মুখোমুখি দাঁড়ানো। শুধু দাঁড়ালেই তো চলবে না। সংকটকে মোকাবিলা করে স্বপ্নময় সোনালি দুয়ার খুলতে হবে। আর এই কাজের উপযোগী করে গড়ে তোলার মতো চ্যালেঞ্জিং কাজটাই করে থাকেন শিক্ষক। এখানেই অন্যসব পেশার সঙ্গে শিক্ষকতার পার্থক্য। শিক্ষক দিবস উপলক্ষ্যে পৃথিবীর সব স্তরের সম্মানিত শিক্ষকগণকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা ও প্রাণঢালা অভিনন্দন।

বিশ্ব শিক্ষক দিবস যেভাবে এলো : ৫ অক্টোবর পালিত হয় 'বিশ্ব শিক্ষক দিবস’। দিনটি ‘ওয়ার্ল্ড টিচার্স ডে', ‘ইন্টারন্যাশনাল টিচার্স ডে’ বা ‘আন্তর্জাতিক শিক্ষক দিবস’ নামেও পরিচিত। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষকরা শুধু পড়ালেখা শেখানোই নয়, পাশাপাশি জীবনে সফল হতে নানা উপদেশ দেওয়া, নৈতিকতা শেখানো, প্রতিকূলতার সঙ্গে লড়াই করতেও শেখান। আর এই শিক্ষকদের অধিকার আদায় ও সম্মাননা হিসেবেই পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। পরবর্তী প্রজন্মও যাতে কার্যকরী ও যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে সেটাও উদ্দেশ্য। ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এই দিবস স্মরণে ইউনেস্কো প্রতি বছর শিক্ষকদের সম্পর্কে বিশ্বকে আরো ভালোভাবে বুঝাতে এবং শিক্ষার্থীদের বিকাশের ওপর তাদের প্রভাবের গুরুত্ব তুলে ধরতে ক্যাম্পেইন করে।

 বিশ্ব শিক্ষক দিবসের ইতিহাস : ১৯৬৬ সালের ৫ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে শিক্ষকদের অবস্থা নিয়ে আন্তঃসরকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই শিক্ষকদের কথা চিন্তা করে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও) কিছু পরামর্শে স্বাক্ষর করে। প্রথমবারের মতো এসব পরামর্শ শিক্ষকদের অধিকার দায়িত্ব এবং বিশ্বব্যাপী শিক্ষকতা পেশার বিভিন্ন দিক নিয়ে ছিল। ১৯৯৪ সালে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর ২৬তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস' হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশেই প্রতি বছরের ৫ অক্টোবর যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে।

দেশ অনুযায়ী শিক্ষা দিবসঃ
- দক্ষিণ সুদান : ১ ডিসেম্বর
- শ্রীলংকা : ৬ অক্টোবর
– স্পেন : ২৭ নভেম্বর
- সিরিয়া : ১৮ মার্চ
- তিউনিশিয়া : ২৮ ফেব্রুয়ারি
- তুর্কিয়ে : ২৪ নভেম্বর
- ইউক্রেন : অক্টোবরের প্রথম শনিবার
- বাংলাদেশ : ৫ অক্টোবর
- বেলারুশ : ১৪ আগস্ট
- সংযুক্ত আরব আমিরাত : ৫ অক্টোবর
 – ব্রুনাই - ২৩ সেপ্টেম্বর
- যুক্তরাজ্য : ৯ মে
- আফগানিস্তান-৩ সাউর (৩ অরদিভেস্থ) 
- আলবেনিয়া : ৭ মার্চ
- আলজেরিয়া- ২৮ ফেব্রুয়ারি
- আজারবাইজান : ৫ অক্টোবর

Latest News & Events