Noun বা বিশেষ্য কাকে বলে? Noun কত প্রকার ও কি কি?

Parts of Speech

Parts of Speech Sentence এ ব্যবহৃত প্রতিটি “অর্থপূর্ণ শব্দকে" এক একটি পদ বা Part of Speech বলে। Sentence এর অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র অংশই হলো Parts of Speech. The different kinds of words are called Parts of Speech. একটি শব্দ বিভিন্ন Sentence এ বিভিন্ন সময় বিভিন্ন পদ বা Parts হিসেবে ব্যবহৃত হয়।

Example:

o   Karim is a good boy.

o   He goes to school

o   Ashik eats Rice.

১ নং বাক্যে,  Karim, is, a, good, এবং boy প্রত্যেকটি একেকটি part of speech.  

ঠিক একই ভাবে ২ নং বাক্যে, he, goes, to , school ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা word আছে। সুতরাং এই বাক্যের তিনটি part of speech আছে।

CLASSIFICATION & EXAMPLES নিচের ছকের মাধ্যমে বিভিন্ন রকমের parts of speech উদাহরণসহ দেখান হল। এর পরে আমরা বিস্তারিতভাবে এদের সম্বন্ধে জানব।

Parts of Speech

সংক্ষিপ্ত পরিচয়

Example

Noun

যে কোন নাম

Rahim, Dhaka, Poct, etc.

Pronoun

সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ

I, you, he, she, it, we, they, me, him, her, them, this, that, these, those

Adjective

গুণ, দোষ, অবস্থা প্রকাশক শব্দ

big, small, tall, short, happy, sad, beautiful, ugly, delicious, expensive

Verb

কোন কিছু করা

run, jump, eat, sleep, read, write, love, hate, think, feel

Adverb

ক্রিয়া কিভাবে, কখন, কোথায় সম্পন্ন হল তা

বোঝায়

quickly, slowly, carefully, happily, sadly, very, really, too, not

Preposition

word-এর আগে বসে পূর্ববর্তী word-এর সাথে word-এর সম্পর্ক স্থাপন করে।.

in, on, under, over, to, from, for, with, about, near

Conjunction

দুই বা ততোধিক word/clause-কে

যুক্ত করে।

and, but, or, for, nor, yet, so

Interjection

আনন্দ, দুঃখ, আবেগ, হঠাৎ প্রকাশিত বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে

wow, oh, ouch, yuck, woof, meow, hurray, alas, yikes

 

Examples:

i. The patient had died before the doctor came.

এখানে before conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।

ii. He stood before me.

এখানে before preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।

iii. I saw him before.

এখানে before Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

iv. The honest are respected everywhere.

এখানে The honest Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

v., I have a talk with you.

এখানে talk Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

vi. The is a long path from here.

এখানে here Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

vii. But me no buts.

এখানে buts Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

viii. Mamun watered the plants.

এখানে watered Verb হিসেবে ব্যবহৃত হয়েছে

Noun

যে শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, পদার্থের দোষ বা কোন গুণের নাম বুঝায়, তাকে মূলত noun বলে। A noun is a word used for naming some persons or things.

 

যেসব Suffix যুক্ত হয়ে Noun তৈরি হয় এর কতিপয় উদাহরণ নিম্নে উল্লেখ করা হলো :

-ment – achievement

-sion – expression (অভিব্যাক্তি)

-tion – assassination (গুপ্তহত্যা)

-ry – bravery

-ur – Imprimatur (অনুমোদন)

-er – adviser (উপদেষ্টা)

 

Classification of Noun

Noun প্রধানত ২ প্রকার।

(a) Concrete Noun (ইন্দ্রিয় গ্রাহ্য বা স্পষ্ট নাম)

(b) Abstract Noun (গুণবাচক বা ভাববাচক নাম)

Concrete Noun : যে সকল Noun এর বাহ্যিক অস্তিত্ব এবং শারীরিক গঠন রয়েছে, তাদেরকে Concrete Noun বলে। এই সকল Noun-কে ইন্দ্রি

Latest News & Events