বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক অঞ্চল দুইটা আলাদা জিনিস

বাল্টিক রাষ্ট্র: উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব তীরে তিনটি দেশকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়। দেশ তিনটি দেশ হচ্ছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া।


বাল্টিক অঞ্চল: বাল্টিক অঞ্চল বলতে বাল্টিক সাগরের তীরবর্তী সকল দেশসমূহকে বুঝায়। বাল্টিক সাগরের তীরবর্তী নয়টি দেশ (ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন) নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত।


বাল্টিক রাষ্ট্র সমূহের দক্ষিণ দিকের রাশিয়ার একটি এলাকার নাম হচ্ছে কালইনইনগ্রাড। যা রাশিয়া থেকে একদম বিচ্ছিন্ন, তবে বেলারুশের সাথে বাল্টিক দেশ গুলির সীমান্ত রয়েছে। অন্যদিকে, বেলারুশ এর সাথে রাশিয়া ফেডারেশনের ইউনিয়ন স্টেট রয়েছে। যা বর্তমান বিশ্বের একমাত্র ইউনিয়ন স্টেট।

Latest News & Events