Solution
Correct Answer: Option A
✔ বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=MC²৷ আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক জার্মানির আলবার্ট আইনস্টাইনের ‘থিওরি অব স্পেশাল রিলেটিভিটি’ বা বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের ফল এই সমীকরণ৷ এখানে c হচ্ছে আলোর বেগ।
✔ আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য,ভর ও সময় আপেক্ষিক ,যা বস্তু বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল।একে আইনস্টাইনের আপেক্ষিকতা বলে।