কোনটি হযরত মোহাম্মদ (স:) এর জীবনী গ্রন্থ?
Solution
Correct Answer: Option B
হযরত মোহাম্মদ (স:) এর জীবনগ্রন্থ মরু-ভাস্কর। এটি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ। মরু-ভাস্কর চারটি সর্গে বিভক্ত। কবিতা সংখ্যা সর্বমোট ১৮। প্রথম সর্গে নবীজির আবির্ভাবকাল, দ্বিতীয় সর্গে তাঁর শৈশব, তৃতীয় সর্গে কৈশোর এবং চতুর্থ ও শেষ সর্গে সংসার-জীবন এবং বিশ্ব-মানবতার জন্য সংগ্রামের প্রারম্ভকথা স্থান পেয়েছে। গ্রন্থটি রচনার জন্য বিপুল প্রস্তুতি ও আয়োজন সত্ত্বেও শেষ পর্যন্ত মহানবীর জীবনের মাত্র ২৫ বছরকাল কবি রূপায়িত করতে পেরেছেন।