Solution
Correct Answer: Option A
চে গুয়েভারা ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি ১৯২৮ সালের ১৪জুন এর্নেস্তো গেভারা রোসারিও, আর্জেন্টিনায় জন্ম গ্রহণ করেন। বলিভিয়ায় চে গুয়েভারা ন্যাশনাশ লিবারেশন আর্মি- নামক গেরিলা সংগঠনের নেতা ছিলেন। তারঁ রচিত বিখ্যাত গ্রন্থের নাম গেরিলা ওয়েলফেয়ার। ৯ অক্টোবর Mario Teran Salazar নামক একজন সৈনিক মহান এ বিপ্লবীকে গুলি করে হত্যা করে।