নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয় ?
A সাজসজ্জা
B লেনদেন
C ছাইভস্ম
D গোলাগুলি
Solution
Correct Answer: Option B
দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ একই অর্থ বহন করলে তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। যেমনঃ
- লজ্জা ও শরম =লজ্জাশরম ;
- সাজ ও সজ্জা =সাজসজ্জা ;
- ছাই ও ভস্ম =ছাইভস্ম ;
- গোলা ও গুলি =গোলাগুলি ।
দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ বিপরীত অর্থ বহন করলে তাদের বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব বলে ।যেমনঃ
- সুখ ও দুঃখ =সুখ-দুঃখ ;
- লেন (নেয়া ) ও
- দেন (দেয়া )= লেনদেন ।