'তার বয়স হলেও বুদ্ধি হয়নি '- কোন ধরনের বাক্য?
Solution
Correct Answer: Option A
এক বা একাধিক পদ বা পদসমষ্টির মিলিত রূপ দ্বারা যদি মনের ভাব প্রকাশ পায় তাহলে উক্ত পদসমষ্টিকে বাক্য বলে। যেমনঃ আমি স্কুলে যাই, সে দশম শ্রেণীতে পড়ে, তারা ফুটবল খেলছে, ইত্যাদি।
প্রতিটি বাক্যই প্রধান দুটি অংশে বিভক্ত – [1] উদ্দেশ্য [2]. বিধেয়
উদ্দেশ্যঃ বাক্যের যে-অংশ সম্মন্ধে কিছু বলা হয় বা বাক্যের যে অংশে কারও সম্মন্ধে কিছু বলা হয়, তাকেই বলা হয় উদ্দেশ্য।
যেমনঃ রোহিত ভালো ক্রিকেট খেলে। এই বাক্যে রোহিত হল উদ্দেশ্য। কারন তার সম্মন্ধেই কিছু বলা হয়েছে।
বিধেয়ঃ বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হয় বিধেয়।
যেমনঃ রোহিত ভালো ক্রিকেট খেলে। এই বাক্যের বিধেয় সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা হল ভালো ক্রিকেট খেলে – এটিই হল বিধেয়।