চর্যাপদের প্রথম পদের রচয়িতা -

A লুইপা

B কাহ্নপা

C ভুসুকুপা

D শবরপা

Solution

Correct Answer: Option A

লুইপাকে চর্যার আদি কবি মনে করা হয়। তিনি চর্যাপদের ১নং ও ২৯ নং পদের রচয়িতা। 
অপরদিকে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে- চর্যাপদের আদি কবি শবরপা।  তিনি লুইপার গুরু ছিলেন ।
চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা 'কাহ্নপা' 

লুইপা রচিত ৫ টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়- অভসময়বিহঙ্গ, বজ্রস্বত্ব সাধন, বুদ্ধোদয়, ভগবদাভসার, তত্ত্ব স্বভাব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions