কম্পিউটার নেটওয়ার্কের জন্য সুপরিকল্পিত নির্ধারিত রীতিনীতিই হচ্ছে Protocol .ইন্টারনেট বহুল ব্যবহৃত প্রটোকল হচ্ছে Transmission Control Protocol /Internet protocol । এ protocol -টি ১৯৮২ সালে উদ্ভাবিত হয় TCP/IP প্রটোকলে ৪ টি স্তর রয়েছে ।
গুরুত্তপুর্ণ কিছু প্রটোকলঃ
- HTTP: 80
- HTTPS: 443
- FTP: 21
- SMTP: 25
- SSH:22