Solution
Correct Answer: Option A
''The Metamorphosis'' হচ্ছে Franz kafka রচিত বিখ্যাত ক্ষুদ্রোপন্যাস ।এ গ্রন্থটির প্রধান চরিত্র Gregor Samsa একজন ভ্রাম্যমান বিক্রয় প্রতিনিধি ।একদিন সকালে ঘুম ভাঙ্গার পর হঠাৎ করেই Gregor এর বিশাল আকৃতির পতঙ্গে রুপান্তর এবং এর পর তার পরিবারের অন্যান্য সদস্যদের কাছে অবহেলিত ও অবাঞ্চিত উপদ্রব হয়ে ওঠার কাহিনী এ উপনাসে বর্ণিত হয়েছে ।