Solution
Correct Answer: Option C
অপশন a) তে আছে (0,2)
অর্থাৎ ,এখানে , x=0 এবং y =2 বসিয়ে দেখি x-2y =4 হয় কি না ।
অপশন (a) এর ক্ষেত্রে 0-2×2=4
তাই এই অপশন বাদ
অপশন (b) এর ক্ষেত্রে ,2-2×0=2-0=2,
তাই এই অপশন বাদ
অপশন c এর ক্ষেত্রে , 4-2×0=4-0=4
তাই এই অপশন টি হবে সঠিক উত্তর