Which one of these planets is nearest to the earth ?
Solution
Correct Answer: Option C
শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ এবং পৃথিবীর নিকটতম গ্রহ । এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে উতপ্ত গ্রহ ।আয়তনে শুক্র প্রায় পৃথিবীর সমান সূর্য হতে এর দূরত্বে ১০.৮ কোটি কিলোমিটার ।এর ব্যাস ১২,৩৯৭ কিলোমিটার ।এটি পৃথিবীর নিকটতম গ্রহ নৈকট্যের জন্য শুক্রকে আকাশে এক উজ্জ্বল তারকার ন্যায় দেখায় ।ভোর বেলায় এটি শুকতারা এবং এবং সন্ধ্যা বেলায় সন্ধ্যা তারা নামে পরিচিত ।পৃথিবীর এক বছরের শুক্র গ্রহের আকাশে দুই বার সূর্য উঠে এবং দুই বার অস্ত যায় । একে পৃথিবীর জমজ গ্রহ বলা হয় ।