প্রশ্নঃ-24 kg একটি Rod কে দুই ভাগে ভাগ করা হল ।Rod এর প্রথম অংশটির ওজন হল 16kg এবং দৈর্ঘ্য হল 34 মিটার ।Rod টির ভাগকৃত অংশগুলো যদি এমন হয় যে ,এর ওজন হবে দৈর্ঘ্যের সমানুপাতিক তবে Rodটি অপর অংশের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ-
Rod টি অপর ভাগের ওজন =24-16 =8 kg
ধরি,
অপর ভাগের দৈর্ঘ্য =x মিটার
প্রশ্নমতে , 16/34=8/x
বা,x/8 =34/16
∴ x=(34×8)/16=17