What were the taxes extracted by Church during late eighteenth century in the French Society called-

A Tithes

B Livre

C Taille

D Jizya

Solution

Correct Answer: Option A

- ফ্রান্সের সমাজে অষ্টাদশ শতাব্দীর শেষদিকে চার্চ কর্তৃক আদায় করা করকে টাইথ (Tithes) বলা হত।
- এটি ছিল কৃষকদের আয়ের এক-দশমাংশ, যা চার্চকে দিতে হতো।
- এই কর কৃষকদের উপর একটি বড় আর্থিক বোঝা ছিল এবং ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হিসেবেও এটি বিবেচিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions