The primary relationship between the banker and the customer is that of:
Solution
Correct Answer: Option B
- যখন একজন গ্রাহক ব্যাংকে টাকা জমা রাখে, তখন ব্যাংক সেই টাকার ঋণী (Debtor) হয়ে যায় এবং গ্রাহক হন সেই অর্থের পাওনাদার (Creditor)।
- ব্যাংক সেই টাকা ব্যবহার করতে পারে, কিন্তু গ্রাহককে তার জমাকৃত অর্থের জন্য ফেরত দিতে বাধ্য থাকে।
- যখন একজন গ্রাহক ব্যাংক থেকে ঋণ নেয়, তখন গ্রাহক হন ব্যাংকের ঋণী (Debtor) এবং ব্যাংক হয় সেই ঋণের পাওনাদার (Creditor)।
- গ্রাহককে ঋণের অর্থ সুদসহ ফেরত দিতে হয়।
- সুতরাং, ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সবচেয়ে মৌলিক এবং প্রাথমিক সম্পর্ক হলো ঋণী (Debtor) এবং পাওনাদারের (Creditor)।