Solution
Correct Answer: Option B
মেসোপটেমীয়া সভ্যতাঃ
» পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা – মেসোপটেমীর সভ্যতা।
» ‘মেসোপটেমিয়া’ অর্থ— দু'নদীর মধ্যবর্তী অঞ্চল ।
» মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চল – ইরাক ও সিরিয়া।
» মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে।
» মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল – ৪টি (সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশিরীয় ও ক্যালডীয় সভ্যতা)।
সভ্যতা থেকে আসা বিসিএস পরীক্ষায় প্রশ্নঃ
» ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?— দক্ষিণ আমেরিকা। [৪১তম বিসিএস]
» মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?—- মধ্য আমেরিকা। [৩৯তম বিসিএস]
» কোন স্যভতাটি প্রাচীনতম?— সুমেরীয় সভ্যতা। [২৪তম বিসিএস]
» ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?—– ইরাক। [১৫তম বিসিএস]
» মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?—– ইরাক। [১৮তম বিসিএস]