- বাংলাদেশ স্কয়ার (Bangladesh Square) অবস্থিত- লাইবেরিয়া। - এটি বাংলাদেশী শান্তিরক্ষীদের পক্ষ্ হতে লাইবেরিয়ার শান্তিকামী জনগণের প্রতি ভালোবাসা ও আবেগের প্রকাশ। - এখানে রয়েছে- ১টি peace monument, ১টি vocational ট্রেনিং সেন্টার, ১টি খেলার মাঠ ও ১টি শিশুপার্ক। - ২০০৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী বাহিনী লাইবেরিয়ায় কাজ করেছে। - ২০০৮সালে বাংলাদেশী শান্তিরক্ষীরা দেশটিতে বাংলাদেশ স্কয়ার নামে একটি বিনোদন মূলক ও স্থাপনা নির্মাণ করে।
(SDGs) হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals এর স্থলে প্রতিস্থাপন করা হয় .২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable Development শিরোনামের একটি কর্মসূচী গৃহীত হয়,যা SDGs নামে পরিচিত । - SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত । - এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্ত্রভুক্ত রয়েছে .
এসডিজির ১৭টি লক্ষ্য হলো: - দারিদ্র্য নির্মূল - ক্ষুধামুক্তি - সুস্বাস্থ্য - মানসম্মত শিক্ষা - লিঙ্গ সমতা - বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি - শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - বৈষম্য হ্রাস - টেকসই শহর ও জনগণ - পরিমিত ভোগ ও উৎপাদন - জলবায়ু বিষয়ে পদক্ষেপ - সামুদ্রিক বাস্তুসংস্থান - স্থলভাগের জীবন - শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
- সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি। - প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। - রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। - নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। - ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১৪ বার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। - এ পর্যন্ত ১১১ ব্যক্তি ও ৩০ সংস্থা মিলে পুরস্কার বিজয়ীর সংখ্যা ১৪১। - ২০২৪ সালের নোবেল পুরস্কার আসরের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার পেলো জাপানি সংস্থা নিহন হিদানকিও। - এটি হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।
প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়। এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণে অবস্থিত। এই মহাদেশের স্বাধীন দেশ ১৪টি। এর মধ্যে নাউরু ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর রাজধানী ইয়ারেন। - তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই অঞ্চলকে - মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। - মতান্তরে অস্ট্রেলিয়াকেও ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। - এ অঞ্চলের দেশসমূহ- অস্ট্রেলিয়া, ফিজি, কিরিবাস, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, নিউজিল্যান্দ, পালাউ, পাপুয়া নিউগিনি, সামুয়া, সলমাণ দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভালু, ভানুয়াটু, মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য।
- লিবিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত দেশ । - এ দেশের বেশির ভাগ অংশই সাহারা মরুভূমিতে অবস্থিত - এর বেশিরভাগ জনসংখ্যা উপকূল এবং এর নিকটবর্তী পশ্চিমাঞ্চলে কেন্দ্রীভূত। - এর রাজধানী ত্রিপোলি (টারাবুলাস)। - অন্যদিকে সিরিয়া, ইরাক, জর্ডান এশিয়া মহাদেশে অবস্থিত।
• V20 গ্রুপের অর্থ হলো Vulnerable Twenty । • জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকি মোকাবিলায় পারস্পারিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা ২০ টি দেশকে নিয়ে ৮ অক্টোবর ২০১৫ V20 সংস্থাটির যাত্রা শুরু হয়।
- মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন। - বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার পরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। - নাইট্রেট (NO3) হিসাবে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। - বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন।কারণ- আকাশে বিদ্যুক্ষরণের সময় নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেনের অক্সাইডসমূহ উৎপন্ন করে।
- তিনটি শিল্প বিপ্লবকে ছাড়িয়ে গেছে আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। - ইন্টারনেট আবিষ্কারের ফলে নানা ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠানের বিকাশ ঘটে দ্রুতগতিতে। - ডিজিটাল বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অসংখ্য হাইটেক করপোরেশন ও বহুজাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। - যেমনঃ মাইক্রোসফট, অ্যাপল, গুগল, অ্যামাজন, আলিবাবার মতো অসংখ্য প্রতিষ্ঠান। - চতুর্থ শিল্প বিপ্লবের মূল প্রভাবকগুলি হলোঃ ১. রোবট; ২. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা; ৩. ড্রোন; ৪. কল্পবাস্তবতা বা ভার্চুয়াল রিয়ালিটি; ৫. ত্রিমাত্রিক মুদ্রণ বা থ্রিডি প্রিন্টিং; ৬. ইন্টারনেট অব থিংস; ৭. ব্লকচেইন প্রযুক্তি। - অন্যদিকে দ্বিতীয় শিল্প বিপ্লবের প্রভাবক হলোঃ টেলিগ্রাফ, ট্রেনরোড, পানি সাপ্লাই. বায়োনিষ্কাশন ব্যবস্থা, ইলেক্ট্রিফিকেশন ও প্রোডাকশন লাইন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- যে সব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ বলে। যেমন - বায়ু, পানি, সমুদ্র স্রোত ও সৌরশক্তি ।
- যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে আর পাওয়া যায় না সেগুলোকে অনবায়নযোগ্য সম্পদ বলে। যেমন -প্রাকৃতিক গ্যাস ও কয়লা ,তেল ও বায়োগ্যাস (কিন্তু বায়োগ্যাস তৈরির উপাদান পানি ও গোবর নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে বিবেচিত ) ।
- চট্টগ্রাম জেলার মিরসরাই এবং ফেনী জেলার সোনাগাজীর মুহুরীর সেচ প্রকল্প এলাকায় বাংলাদেশের প্রথম বায়ু বিদুৎ কেন্দ্র অবস্থিত। - এটি মুহুরী প্রজেক্টের অন্তর্ভুক্ত। - মুহুরী প্রজেক্ট হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প।
অনুচ্ছেদ ২ - প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা অনুচ্ছেদ ৩ - প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা অনুচ্ছেদ ৪ - জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক অনুচ্ছেদ ৫ - প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা
- আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি ,১৯৬৮ সালে। - ২২ ফেব্রুয়ারি ,১৯৬৯ সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হলে তাকে মুক্তি দেওয়া হয় । - ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদেড় এক গণসংবর্ধনা দেওয়া হয় এবং একই দিনে তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ।
কল নম্বর : সেবাসমূহ ১৬১৫২: জন্ম ও মৃত্যু নিবন্ধন ৯৯৯: জরুরি পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সেবা ৩৩৩: সরকারি তথ্যসেবা ১৬১০৬: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জরুরি সেবা
- ৯ মে, ২০২৪ বৃহস্পতিবার রাত ৯টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি টানেন। - এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের মধ্যে ৩৮টি প্রশ্ন জমা পড়েছিল। - এর মধ্যে ১৫টির উত্তর তিনি দিয়েছিলেন। - ৭১ বিধির আওতায় মোট নোটিশ জমা পড়ে ২৪২টি। এর মধ্যে গ্রহণ হয় ৬টি। আলোচনা হয় ৪টির ওপর।
- ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর, ২০২৩ সালে ১৩তম আইসিসি ওডিআই বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হয়। - এ বিশ্বকাপে ১০টি দেশ অংশগ্রহণ করে। - বিশ্বকাপের এ আসরে ১০টি মাঠে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। - এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্স আপ ভারত। - বাংলাদেশের হয়ে এ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
- বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত। -এ ওভারপাসে পাহাড়ের নিচে সুড়ঙ্গ দিয়ে চলে ট্রেন আর ওপরে নির্বিঘ্নে চলাচল করে হাতিসহ অন্যান্য বণ্যপ্রাণী। - ১১ নভেম্বর, ২০২৩ সালে এলিফ্যান্ট ওভারপাসটির উদ্বোধন করা হয়।
- পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় রেল লিংক প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিমি রেললাইন নির্মাণ করা হচ্ছে। - এ প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। - ঢাকা থেকে মাওয়া; মাওয়া থেকে পদ্মাসেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর। - ৪ এপ্রিল, ২০২৩ সালে মাওয়া থেকে ভাঙ্গা বা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত প্রায় ৪১ কি.মি রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলে। - ১ নভেম্বর, ২০২৩ সালে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। - ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। - এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।
প্রশাসনিক কাঠামো: • আয়তন : ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) বা ৫৬,৯৭৭ বর্গমাইল । • বিভাগ : ৮টি • জেলা : ৬৪টি • সিটি কর্পোরেশন : ১২টি • উপজেলা : ৪৯৫টি • মেট্রো থানা : ১০৫টি • পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি] • সিটি ওয়ার্ড : ৪৬৫টি • পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি • ইউনিয়ন : ৪,৫৯৬টি • মৌজা : ৫৮,৮৪৬টি • গ্রাম : ৯০,০৪৯টি • মহল্লা : ১৫,১৫৩টি ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। - রাষ্ট্রের মোট উপাদান ৪টি। যথা: - নির্দিষ্ট ভূখণ্ড, - জনসমষ্টি, - সরকার ও - সার্বভৌমত্ব।
- রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। - সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত, স্থায়ী, অবিভাজ্য, অহস্তান্তরযোগ্য এবং সার্বজনীন ক্ষমতা।
- বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি। - স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে ভাষা আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য। - বাঙালি জনগণের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষাকে বহুগুণ বাড়িয়ে দেয় এ আন্দোলন। - ১৯৪৭ সালে সেপ্টেম্বরে পূর্ব পাকিস্তান 'তমুদ্দন মজলিস' নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। - ভাষা আন্দোলনের চেতনাই জনগণের মধ্যে পরবর্তীকালে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের এক নতুন চেতনার উন্মেষ ঘটায় এবং এর মাধ্যমে ক্রমান্বয়ে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে।
- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। - ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। - এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।
প্রশাসনিক কাঠামো: • আয়তন : ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) বা ৫৬,৯৭৭ বর্গমাইল । • বিভাগ : ৮টি • জেলা : ৬৪টি • সিটি কর্পোরেশন : ১২টি • উপজেলা : ৪৯৫টি • মেট্রো থানা : ১০৫টি • পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি] • সিটি ওয়ার্ড : ৪৬৫টি • পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি • ইউনিয়ন : ৪,৫৯৬টি • মৌজা : ৫৮,৮৪৬টি • গ্রাম : ৯০,০৪৯টি • মহল্লা : ১৫,১৫৩টি ।
জনসংখ্যা ঃ
• গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮, ৬১৬(সমন্বয়কৃতঃ ১৬,৯৮,২৮,৯১১)। • গণনাকৃত জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%(সমন্বয়কৃতঃ ১.১২%)। • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ১৬,৫০,৪৭৮ । সর্বোচ্চ-৪,৯৪,২২৫(চট্টগ্রাম) ও সর্বনিম্ন-৪,১৯০(বরিশাল) • জনসংখ্যা ঘনত্ব(প্রতি কিমি) ঃ ১,১১৯ । • লিঙ্গ অনুপাত ঃ ৯৮.০৭(পল্লীঃ ৯৫.৩০ ও শহরঃ ১০৪.৩৫) • সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) ঃ ৭৪.৮০% (পুরুষ-৭৬.৭১% ও নারী-৭২.৯৪)। • প্রতিবন্ধী শতকরাঃ ১.৩৭(পল্লীঃ ১.৫০ ও শহরঃ ১.০৮) • খানা সংখ্যাঃ ৪,১০,০৮,২১,৭২০ • পানীয় জলের প্রধান উৎস শতকরাঃ ট্যাপ/পাইপ(সাপ্লাই)-১১.১৪ এবং টিউবওয়েল-৮৬.৫১ • বিদ্যুৎ সুবিধার প্রধান উৎস ঃ জাতীয় গ্রিড- ৯৭.৫৯; সৌর বিদ্যুৎ- ১.৪৬; অন্যান্য-০.১৮; বিদ্যুৎ সুবিধা নেই-০.৭৬
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)। - সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)। - সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)। - সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- বাংলাদেশের মোট কৃষিজমির প্রায় ৮০-৮৫ ভাগে ধান চাষ করা হয়। - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী, জেলাভিত্তিক ধান উৎপাদনে ময়মনসিংহ জেলা শীর্ষে রয়েছে। - বিভাগীয় ভিত্তিতে ধান উৎপাদনে রংপুর বিভাগ সবচেয়ে এগিয়ে।
বিভিন্ন মৌসুমি ধানের উৎপাদনশীর্ষ জেলা: - আউশ ধান: নওগাঁ জেলা - আমন ধান: দিনাজপুর জেলা - বোরো ধান: ময়মনসিংহ জেলা
- প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি অসাধারণ ভূমিকা পালন করে। - বনভূমি (গাছপালা) কার্বন ডাই অক্সাইড (CO₂) গ্রহণ করে বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখে এবং অক্সিজেন (O₂) ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়। - আর বন-জঙ্গল ধ্বংস করার কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। - ফলস্বরূপ বায়ুমণ্ডলের ওজনস্তর ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
- কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ মহেশখালী। - মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে পরিচিত। - দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মিত স্থাপিত হয়েছে মহেশখালী।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।