একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়। যেমন: - সভায় সাব্যস্ত হলো: এক মাস পরে নতুন সভাপতি নির্বাচিত করা হবে। - সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। - চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে - চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল। - চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী।
- সরকারি গেজেট (২৩ মার্চ, ২০১৯) অনুযায়ী, বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা ৫০ টি। - এর মধ্যে গারো ও খাসিয়া মাতৃতান্ত্রিক বাকি সব গুলো উপজাতি পিতৃতান্ত্রিক। - গারো পাহাড়ের পাদদেশে গারো উপজাতিরা বসবাস করে। - নেত্রকোনা ছাড়াও গারো উপজাতিরা ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ, জামালপুরে বাস করে।
১০ এপ্রিল ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং অস্থায়ী সরকার গঠন করা হয়। অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায়। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী।
স্বাধীনতার__ইশতেহার
- ঘোষণা ও পাঠ: ৩ মার্চ ১৯৭১
- পাঠের স্থান :পল্টন ময়দান,ঢাকা
- পাঠক ছিলেন : শাজাহান সিরাজ
- ঘোষক :স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
স্বাধীনতার__ঘোষণা
- ঘোষণা : ১৯৭১ সাল ২৬ মার্চের প্রথম প্রহরে । ওয়ারলেস্/ ট্রান্সমিটারের মাধ্যমে ।
- সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। - প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। - তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর। - ১৯৬৯ সালে জহির রায়হান তার 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন। - বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়।
- রাশিয়ার সহযোগিতায় নির্মিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাধ্যমে বাংলাদেশ বিশ্বে ৩২তম দেশ হিসেবে পারমাণবিক প্রযুক্তির অধিকারী হয়। - এখানে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। - এর মধ্যে প্রথম ইউনিট উৎপাদনে যাবে ২০২৩ সালে আর অপরটি ২০২৪ সালে ।
- আলজাজিরা একটি আন্তর্জাতিক সংবাদ মিডিয়া নেটওয়ার্ক যা কাতারের রাজধানী দোহা থেকে সম্প্রচারিত হয়। - এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি আরবি ভাষায় সম্প্রচারিত প্রথম আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
CNG এর পূর্ণরুপ হল Compressed Natural Gas। অর্থাৎ, সংকুচিত প্রাকৃতিক গ্যাস। CNG হল প্রাকৃতিক গ্যাসের একটি রূপ যা চাপের মাধ্যমে তরলে পরিণত করা হয়। এইভাবে, CNG-এর আয়তন কমে যায় এবং এটি পরিবহন এবং সংরক্ষণ করা সহজ হয়।
-মানবদেহে ক্রোমোজোম রয়েছে ২৩ জোড়া। -এদের মধ্যে ২২ জোড়া অটোজোম, যা সব পুরুষ ও স্ত্রী লোকের মধ্যে একই। -বাকি ১ জোড়া হল সেক্স ক্রোমোজোম, যা স্ত্রী ও পুরুষ দেহে ভিন্ন ভিন্ন।
- বঙ্গীয় শিল্পকলার অপূর্ব সমাহারে সমৃদ্ধ বরেন্দ্র জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। - নাটোরের দিঘাপতিয়া জমিদার শরৎ কুমার রায়ের প্রচেষ্টায় ১৯১০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। - ১৯১৩ সালে ঢাকার শাহবাগে ‘ঢাকা জাদুঘর’ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে ঢাকা জাদুঘরকে জাতীয় জাদুঘর এর মর্যাদা দেয়া হয়। - বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাঁওতে অবস্থিত। - ১৯৯৬ সালে ঢাকা সিটি কর্পোরেশন ভবনের ৬ষ্ঠ তলায় ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে 'মানবাধিকারের সম্পর্কে সর্বজনীন' ঘোষণা অনুমোদিত হয়। - এদিনই ১০ ডিসেম্বর 'মানবাধিকার দিবস' পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৫০ সাল থেকে দিনটি সারা বিশ্বে উদযাপিত হয়ে আসছে।
- গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক। - এর প্রতিষ্ঠাতা ড: মুহাম্মদ ইউনুস। - ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা নামক গ্রামে পরীক্ষামূলকভাবে চালু হয়। - ১৯৮৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। - ২০০৬ সালে দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় গ্রামীণ ব্যাংক এবং ড: মুহাম্মদ ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- জাতিসংঘের প্রশাসনিক কাজ করে জাতিসংঘ সচিবালয়। - জাতিসংঘের ছয়টি প্রধান শাখার মধ্যে একটি হল সচিবালয়। - এটি জাতিসংঘের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে। - সচিবালয়ের প্রধান হলেন মহাসচিব। - মহাসচিব জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির সম্মতিতে নির্বাচিত হন। - মহাসচিব সচিবালয়ের কর্মীদের নিয়োগ, বাজেট প্রণয়ন এবং জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য দায়ী।
- যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। - যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে-''সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।'' - ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়।
- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। - ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। - এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।
প্রশাসনিক কাঠামো: • আয়তন ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) । • বিভাগ : ৮টি • জেলা : ৬৪টি • সিটি কর্পোরেশন : ১২টি • উপজেলা : ৪৯৫টি • মেট্রো থানা : ১০৫টি • পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি] • সিটি ওয়ার্ড : ৪৬৫টি • পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি ● ইউনিয়ন : ৪,৫৯৬টি • মৌজা : ৫৮,৮৪৬টি • গ্রাম : ৯০,০৪৯টি • মহল্লা : ১৫,১৫৩টি ।
জনসংখ্যা ঃ
গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮, ৬১৬(সমন্বয়কৃতঃ ১৬,৯৮,২৮,৯১১)। গণনাকৃত জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২% সমন্বয়কৃত জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.১২% ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ ১৬,৫০,৪৭৮ । সর্বোচ্চ-৪,৯৪,২২৫(চট্টগ্রাম) ও সর্বনিম্ন-৪,১৯০(বরিশাল) জনসংখ্যা ঘনত্ব(প্রতি কিমি) ঃ ১,১১৯ । লিঙ্গ অনুপাত ঃ ৯৮.০৭(পল্লীঃ ৯৫.৩০ ও শহরঃ ১০৪.৩৫) সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) ঃ ৭৪.৮০% (পুরুষ-৭৬.৭১% ও নারী-৭২.৯৪)। প্রতিবন্ধী শতকরাঃ ১.৩৭(পল্লীঃ ১.৫০ ও শহরঃ ১.০৮) খানা সংখ্যাঃ ৪,১০,০৮,২১,৭২০ পানীয় জলের প্রধান উৎস শতকরাঃ ট্যাপ/পাইপ(সাপ্লাই)-১১.১৪ এবং টিউবওয়েল-৮৬.৫১ বিদ্যুৎ সুবিধার প্রধান উৎস ঃ জাতীয় গ্রিড- ৯৭.৫৯; সৌর বিদ্যুৎ- ১.৪৬; অন্যান্য-০.১৮; বিদ্যুৎ সুবিধা নেই-০.৭৬
জনসংখ্যা শীর্ষ এবং সর্বনিম্ন জেলা ও বিভাগঃ
জনসংখ্যা শীর্ষঃ জেলা (ঢাকা-১,৪৭,৩৪,৭০১) ও বিভাগ (ঢাকা-৪,৪২,১৫,৭৫৯) জনসংখ্যা সর্বনিম্নঃ জেলা (বান্দরবান-৪,৮১,১০৬) ও বিভাগ (বরিশাল-৯১,০০,১০৪) শীর্ষ জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (গাজীপুর-৩.৮৭%) ও বিভাগ (ঢাকা-১.৭২%) সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হারঃ জেলা (ঝালকাঠি-০.২৮%) ও বিভাগ (বরিশাল-০.৭৯%) শীর্ষ ঘনত্বঃ জেলা ঢাকা (১০,০৬৭) ও বিভাগ ঢাকা (২,১৫৬) সর্বনিম্ন ঘনত্বঃ জেলা রাঙ্গামাটি(১০৬) ও বিভাগ বরিশাল(৬৮৮) শীর্ষ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ জেলা রাঙ্গামাটি(৩,৭২,৮৭৫) ও বিভাগ চট্টগ্রাম(৯,৯১,০১৩) সর্বনিম্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঃ জেলা লালমনিরহাট(১১৮) ও বিভাগ বরিশাল(৪,১৯০) সাক্ষরতার হার(৭ বছর বা তার বেশি) শীর্ষঃ জেলা পিরোজপুর (৮৫.৫৩%) ও বিভাগ ঢাকা(৭৮.২৮%) এবং সর্বনিম্নঃ জেলা জামালপুর(৬১.৭০%) ও বিভাগ ময়মনসিঙ্গহ(৬৭.২৩%) জনসংখ্যায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ সাভার(২৩,১১,৬১২) ও জুরাছড়ি(২৬,৯৩২) সাক্ষরতায় শীর্ষ ও সর্বনিম্ন উপজেলাঃ নেছারাবাদ(৮৮.২০%) ও রুমা(৫০.২৬%)
- মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী নোবেল পুরষ্কার পেয়েছেন শান্তিতে। তারা ২০১৪ সালে যৌথভাবে এই পুরস্কার লাভ করেন।
- মালালা ইউসুফজাই পাকিস্তানের একজন নারী শিক্ষা কর্মী। তিনি নারীদের শিক্ষার অধিকারের জন্য কাজ করেন। ২০১২ সালে, তিনি তালেবান কর্তৃক গুলিবিদ্ধ হন। কিন্তু, তিনি তার কাজ চালিয়ে যান।
- কৈলাশ সত্যার্থী ভারতের একজন শিশু অধিকার কর্মী। তিনি শিশুশ্রমের বিরুদ্ধে কাজ করেন। তিনি "বচপন বাঁচাও আন্দোলন" নামে একটি আন্দোলনের নেতৃত্ব দেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।