সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন ব্যবহৃত হয়. দুই শব্দের সংযোগ বোঝাতে হাইকেন ব্যবহৃত হয়। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইকেন ব্যবহৃত হয়। যেমন: - এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন, আমাদের প্রীতি-উপহার। - মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ে গৌরব । - জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যানে কাজ করতে হবে।
- ব্রিটিশ প্রধামনন্ত্রী ডিউক অব ওয়েলিংটন এবং ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে ১৮১৫ সালে এ যুদ্ধ সংঘটিত হয়। - এই যুদ্ধটি হয়েছিল বেলজিয়ামের ওয়াটার-লু গ্রামে। - ওয়াটার-লু যুদ্ধে নেপোলিয়ন পরাজিত এবং বন্দি হয়ে ফরাসি সম্রাজ্য হারান। - নেপোলিয়নকে প্রথমে সেন্ট এলবা এবং পরে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়। - ১৮২১ খ্রি: সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়। - ওয়াটার লু মূলত বেলজিয়ামের একটি গ্রামের নাম।
(SDGs) হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals এর স্থলে প্রতিস্থাপন করা হয় .২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable Development শিরোনামের একটি কর্মসূচী গৃহীত হয়,যা SDGs নামে পরিচিত । - SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত । - এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্ত্রভুক্ত রয়েছে .
এসডিজির ১৭টি লক্ষ্য হলো: - দারিদ্র্য নির্মূল - ক্ষুধামুক্তি - সুস্বাস্থ্য - মানসম্মত শিক্ষা - লিঙ্গ সমতা - বিশুদ্ধ পানি ও স্যানিটেশন - সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি - উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি - শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো - বৈষম্য হ্রাস - টেকসই শহর ও জনগণ - পরিমিত ভোগ ও উৎপাদন - জলবায়ু বিষয়ে পদক্ষেপ - সামুদ্রিক বাস্তুসংস্থান - স্থলভাগের জীবন - শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং - অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
ইতিহাসের জনক হেরোডোটাস ৪৮৪ খ্রিস্টপূর্বাদে বর্তমান তুরস্কের হ্যালিকানাসাসে জন্মগ্রহণ করেন । তিনি সক্রেটিসের সমসাময়িক ছিলেন । তিনি ৪২৫ খ্রিস্টপূর্বাদে মারা যান ।
• সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চালু হয়েছে সমাজসেবা অধিদপ্তরের ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’। এর মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। যেখানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীরা চিকিৎসার জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা পাবেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৫ ডিসেম্বর ,১৯৭৩ সালে মোট ৬৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয় । এর মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন ,বীর উত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন ।
বর্তমানে খেতাবগুলো হলো: বীরপ্রতীক- ৪২৪ জন বীরবিক্রম- ১৭৪ জন বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন) বীরশ্রেষ্ঠ- ০৭ জন মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)
গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে। তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)
আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন গঠনের বাধ্যবাধকতা সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে বর্ণিত আছে। ১৩৮, ১৩৯ ও ১৪০ নং অনুচ্ছেদে যথাক্রমে কর্ম কমিশনের সদস্য নিয়োগ, পদের মেয়াদ ও কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা আছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ২০২২ সালে ও বিভিন্ন আদমশুমারিতে বাংলাদেশর জনসংখ্যা: - প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে : ৭.৬৪ কোটি - দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে : ৮.৭১ কোটি - তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে : ১০.৬৩ কোটি - চতুর্থ আদমশুমারি ২০০১ সালে : ১২.৪৩ কোটি - পঞ্চম আদমশুমারি ২০১১ সালে : ১৪.৯৭ কোটি
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালে : ১৬,৫১,৫৮,৬১৬ জন।
১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী সদস্যগণ ভারতের আগরতলায় একত্রে হয়ে একটি সরকার গঠন করার সর্বসম্মত দিদ্ধান্ত উপনীত হয়। এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল, ১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলার অস্থায়ী সরকার গঠন করা হয়। এরপর ১৭ এপ্রিল ,১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন ।
যথা ঃ
- প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজউদ্দিন আহমেদ। - রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। - অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী। - স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং - পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আমি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ১৯৬৮ সালে দায়ের করা হয় আগরতলা ধ্যন্ত্র মামলা। গণআন্দোলনের মুখে পাকিস্তান সরকার ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ এ মানা প্রত্যাহার করে।
বাংলাদেশ স্কয়ার (Bangladesh Square) অবস্থিত- লাইবেরিয়া। এটি বাংলাদেশী শান্তিরক্ষীদের পক্ষ্ হতে লাইবেরিয়ার শান্তিকামী জনগণের প্রতি ভালোবাসা ও আবেগের প্রকাশ। এখানে রয়েছে- ১টি peace monument, ১টি vocational ট্রেনিং সেন্টার, ১টি খেলার মাঠ ও ১টি শিশুপার্ক। ২০০৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী বাহিনী লাইবেরিয়ায় কাজ করেছে। ২০০৮সালে বাংলাদেশী শান্তিরক্ষীরা দেশটিতে বাংলাদেশ স্কয়ার নামে একটি বিনোদন মূলক ও স্থাপনা নির্মাণ করে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• ১৮৯৩-১৯৪৭ সাল পর্যন্ত 'ডুরাল্ড লাইন' ভারত ও আফগানিস্তানের মাঝে সীমারেখা হিসেবে বিদ্যমান ছিল। • বর্তমানে ভারত ও আফগানিস্তানের মাঝে কোনো সীমারেখা নেই। • 'ডুরাল্ড লাইন' বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে সীমানা চিহ্নিতকারী লাইন হিসেবে ব্যবহৃত হয়।
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট - ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ - ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি । - এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে ) - ন্যাটোভুক্ত ৩১ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া ) - ফিনল্যান্ড ন্যটোর সর্বশেষ সদস্য। - ইউক্রেন, সুইডেন ন্যাটোভুক্ত নয়। - বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সংক্ষেপে স্পারসো SPARSO বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। - এটি ঢাকা শহরের আগারগাঁও-এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। - বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। - সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত।
চাকমাদের সবচেয়ে বড় জাতিগত উৎসব বিজু। বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করা হয়। বাংলা বছরের শেষ দিনের আগের দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু। গুরুত্তপুর্ণ উপজাতিদের প্রধান উৎসবঃ - চাকমা : প্রধান উৎসব বিজু - সাওতাল : প্রধান উৎসব সোহরাই - ত্রিপুরা/টিপরা : প্রধান উৎসব : বৈসুক - রাখাইন : প্রধান উৎসব সাংগ্রাং - খাসী/খাসিয়া : প্রধান উৎসব বড়দিন - গারো : প্রধান উৎসব ওয়ানগালা - পাঙন : প্রধান উৎসব ঈদুল ফিতর ও অাজহা - মণিপুরী : প্রধান উৎসব রাসোৎসব - খিয়াং : প্রধান উৎসব সাংলান - তঞ্চঙ্গ্যা : প্রধান উৎসব বিষু - ম্রো : প্রধান উৎসব ক্লবপাই - ওরাও : প্রধান উৎসব কারাম - পলিয়া : প্রধান উৎসব দূর্গাপূজা - মাহাতো : প্রধান উৎসব সহরায় - রবিদাস : প্রধান উৎসব মাঘীপূর্ণিমা
‘ঐতরেয় আরণ্যক’ হলো আদি বৈদিক ধর্মগ্রন্থ। এ গ্রন্থের ঋষি হলেন ঐতরেয় মহীদাস। এ গ্রন্থেই সর্বপ্রথম মগধের সাথে ‘বঙ্গ' নামক একটি জনগোষ্ঠীর কথা উল্লিখিত আছে। যারা আর্য সভ্যতার সীমার বাইরে বসবাস করত এবং কলিঙ্গের পাশেই ছিল যাদের অবস্থান।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।