১৭তম শিক্ষক নিবন্ধন - ৩১. ১২. ২০২২ (100 টি প্রশ্ন )
- বাংলা ভাষার মৌলিক রূপ ২টি। যথা: কথ্য ভাষা রীতি ও লেখ্য ভাষা রীতি।
- লেখ্য ভাষা রীতি আবার দুইভাগে বিভক্ত। যথা: সাধু রীতি ও চলিত রীতি।
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা বলে।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- যেমন: পার হইয়া (সাধু), পেরিয়ে (চলিত); বন্য (সাধু), বুনো (চলিত); অদ্য (সাধু), আজ জুতা (সাধু), জুতো (চলিত); আসিয়া (সাধু), এসে (চলিত)।

affirmative বাক্যের tag question negative' হবে আর auxiliary verb subject এর পূর্বে বসবে।

এ হিসেবে শুধু isn't he সঠিক উত্তর।


ambition(noun) শব্দটির অর্থ  উচ্চাকাঙ্ক্ষা।
ambitious (adjective) শব্দটির অর্থ উচ্চাকাঙ্ক্ষী।
'Bolt from the blue - a danger without warning (সতর্কতা ছাড়াই একটি বিপদ)। 
main clause এর verb past tense হলে এবং পরের অংশে next day,next week, next month,next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে should/would বসে এবং এরপর verb এর base form বসে ।
নিমানুযায়ী woulg go হবে।
it is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject -এর পরে verb টি past form হয় ।
Do away with-to remove something -কোনো কিছু থেকে মুক্তি পাওয়া যা কোনো কিছু ব্যবহার বন্ধ করা ।
a man of letters- a male scholar or author এর অর্থ হচ্ছে পণ্ডিত /বিদ্বান / লেখক ।
Compound sentence-এ সাধারণত একাধিক principal clause-কে and, but, yet ইত্যাদি co- ordinate conjunction দ্বারা যুক্ত করা হয়। অর্থাৎ সঠিক রূপান্তরিত বাক্যটি হচ্ছে- We work hard and we want to earn money.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-Future indefinite যুক্ত active voice  কে passive করার নিয়মঃ
object হয়ে যাবে subject +shall/will+be+verb এর past participle form+subject হয়ে যাবে object .
passive:-Why we want to do it will be explained by us.
Everybody /Everyone/All -কে Interrogative করার সময় এদের পরিবর্তে প্রথমে Who বসে+doesn't/didn't +verb এর base form+বাকি অংশ +প্রশ্নবোধক চিহ্ন ।
Assertive sentence কে Exclamatory sentence করার নিয়মঃ
প্রথমে What/How বসে+adjective বসে+subject+verb+বাকি অংশ+Exclamatory mark.
-adjective এর পূর্বে a/an থাকলে Exclamatory করার সময় What বসবে এবং এরপর a/an হবে।
-adjective এর পূর্বে a/an না থাকে তাহলে How দিয়ে Exclamatory করতে হবে ।
সাধারণত hear, notice, watch, see, smell ইত্যাদি verb-গুলোর object এর পরে base form এবং present participle (verb + ing) উভয়ই বসে। তবে present participle বসানোই শ্রেয়।
Had better এর পরে verb এর base form বসে।
As though এর পূর্বের clause টি past indefinite tense এ থাকায় এর পরবর্তী clause টি past perfect tense এ হবে ।
One of the boys হচ্ছে singular noun।তাই এর verb ও singular হবে।

এই বাক্যে শর্তবাচক (Conditional) ধারা ব্যবহার করা হয়েছে, যা প্রথম ধাপের শর্তবাচক (First Conditional) এর উদাহরণ। প্রথম ধাপের শর্তবাচকে মূল ধারা (main clause) সাধারণত ভবিষ্যৎ কাল (will + verb) এ থাকে এবং শর্তবাচক (if-clause) বর্তমান কাল (Present Simple) এ থাকে।

বাক্যটি:
"I will not go out if it rains."
- "will not go out" → ভবিষ্যৎ কাল
- "if it rains" → বর্তমান কাল (যা শর্ত নির্দেশ করে)

অন্য অপশনগুলো ভুল কারণ:
- rain → Present Simple এর মৌলিক রূপ, কিন্তু এখানে তৃতীয় পুরুষ singular এর জন্য "s" লাগবে।
- is raining → Present Continuous, যা সাধারণ শর্তের জন্য ব্যবহার হয় না।
- would be raining → Conditional II বা III ধরণের জন্য ব্যবহৃত, এখানে প্রাসঙ্গিক নয়।


blind(adjective) শব্দের অর্থ হচ্ছে অন্ধ।
blindly(adverb)  শব্দের অর্থ হচ্ছে অন্ধভাবে।
blindness (noun)শব্দের অর্থ হচ্ছে অন্ধত্ব।
Popularity(noun) শব্দের অর্থ  জনপ্রিয়তা
Popular(adjective) শব্দের অর্থ  জনপ্রিয়
Population(noun) শব্দের অর্থ  জনসংখ্যা
Popularize (verb) শব্দের অর্থ  জনপ্রিয় করা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Laud(noun)-প্রশংসা
Laudable(adjective)-প্রশংসনীয়
antagonistic- বিরোধী
Friendly-বন্ধুত্বপূর্ণ
Hostile-প্রতিকূল
Trivial-নগণ্য
Prestige/ status শব্দের অর্থ পদমর্যাদা,সম্মান
state শব্দের অর্থ অবস্থা, রাজ্য
prestigious শব্দের অর্থ মর্যাদাপূর্ণ
static শব্দের অর্থ স্থির

Prestige (noun) এর adjective form হচ্ছে prestigious
'Transparent' শব্দের অর্থঃ স্বচ্ছ
Transform শব্দের অর্থঃ রূপান্তর
Lubricant শব্দের অর্থঃপিচ্ছিলকারক পদার্থ
Pure শব্দের অর্থঃ খাঁটি ,শুদ্ধ
Hazy শব্দের অর্থ ঝাপসা,অস্বচ্ছ ,কুয়াশাচ্ছন্ন
বাক্যটির translation হচ্ছে It may rain today.
may শব্দটি সম্ভাব্যতা নির্দেশক শব্দ ।
যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টি হবার সম্ভাবনাকে নির্দেশ করে তাই সঠিক translation -It may rain today.

তুমি কি জানো সে কোথায় থাকে?এর সঠিক ইংরেজি হলো - Do you know where he lives?
Embedded question এর ক্ষেত্রে where + sub + verb ব্যবহৃত হয়।


যারে দেখতে নারি তার চলন বাঁকা। =Faults are thick where love is thin
- ১৯৭৩ সালের ৬ ডিসেম্বর জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
- এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালে।
- কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় (১৯৮০) অবস্থিত।
- প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস।
- লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকার জানাতেই দিবসটি উদযাপিত হয়।
- আমেরিকার সোশ্যালিস্ট পার্টি ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতীয় নারীদিবসের আয়োজন করে।
- এর প্রস্তাব দিয়েছিলেন শ্রমকর্মী থেরেসা মালকিয়েল।
- শহরের গার্মেন্টস শ্রমিকদের এক প্রতিবাদ স্বরূপ শুরু হয়েছিল এই দিনটির যাত্রা।
- ১৯১০-এ আমেরিকান সমাজতন্ত্রীদের থেকে অনুপ্রেরণা নিয়ে জার্মান প্রতিনিধিরা নারীদিবস পালন করেন।
- জাতিসংঘ ১৯৭৫ সালে নারীদিবস উদযাপন শুরু করে এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকেই দিনটি উদযাপন হচ্ছে।
বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন লিটন দাস। ২০২০ সালের ৬ মার্চ সিলেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি ১৪৩ বলে ১৭৬ রান করেন যা বাংলাদেশের যেকোন ব্যাটসম্যানের পক্ষে সর্বাধিক। এর আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিলো তামিম ইকবালের (১৫৮ রান)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ ।
- এটি আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়।
- ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা'আ।
- আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ হচ্ছেঃ মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া। আফ্রিকা আয়তন ও জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ।
- এই মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ৫৪টি। 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0