১৭তম শিক্ষক নিবন্ধন - ৩১. ১২. ২০২২ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলা ভাষার মৌলিক রূপ ২টি। যথা: কথ্য ভাষা রীতি ও লেখ্য ভাষা রীতি।
- লেখ্য ভাষা রীতি আবার দুইভাগে বিভক্ত। যথা: সাধু রীতি ও চলিত রীতি।
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা বলে।
- সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- যেমন: পার হইয়া (সাধু), পেরিয়ে (চলিত); বন্য (সাধু), বুনো (চলিত); অদ্য (সাধু), আজ জুতা (সাধু), জুতো (চলিত); আসিয়া (সাধু), এসে (চলিত)।
i
ব্যাখ্যা (Explanation):

affirmative বাক্যের tag question negative' হবে আর auxiliary verb subject এর পূর্বে বসবে।

এ হিসেবে শুধু isn't he সঠিক উত্তর।

i
ব্যাখ্যা (Explanation):
ambition(noun) শব্দটির অর্থ  উচ্চাকাঙ্ক্ষা।
ambitious (adjective) শব্দটির অর্থ উচ্চাকাঙ্ক্ষী।
i
ব্যাখ্যা (Explanation):
'Bolt from the blue - a danger without warning (সতর্কতা ছাড়াই একটি বিপদ)। 
i
ব্যাখ্যা (Explanation):
main clause এর verb past tense হলে এবং পরের অংশে next day,next week, next month,next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে should/would বসে এবং এরপর verb এর base form বসে ।
নিমানুযায়ী woulg go হবে।
i
ব্যাখ্যা (Explanation):
it is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject -এর পরে verb টি past form হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
Do away with-to remove something -কোনো কিছু থেকে মুক্তি পাওয়া যা কোনো কিছু ব্যবহার বন্ধ করা ।
i
ব্যাখ্যা (Explanation):
a man of letters- a male scholar or author এর অর্থ হচ্ছে পণ্ডিত /বিদ্বান / লেখক ।
i
ব্যাখ্যা (Explanation):
Compound sentence-এ সাধারণত একাধিক principal clause-কে and, but, yet ইত্যাদি co- ordinate conjunction দ্বারা যুক্ত করা হয়। অর্থাৎ সঠিক রূপান্তরিত বাক্যটি হচ্ছে- We work hard and we want to earn money.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
-Future indefinite যুক্ত active voice  কে passive করার নিয়মঃ
object হয়ে যাবে subject +shall/will+be+verb এর past participle form+subject হয়ে যাবে object .
passive:-Why we want to do it will be explained by us.
i
ব্যাখ্যা (Explanation):
Everybody /Everyone/All -কে Interrogative করার সময় এদের পরিবর্তে প্রথমে Who বসে+doesn't/didn't +verb এর base form+বাকি অংশ +প্রশ্নবোধক চিহ্ন ।
i
ব্যাখ্যা (Explanation):
Assertive sentence কে Exclamatory sentence করার নিয়মঃ
প্রথমে What/How বসে+adjective বসে+subject+verb+বাকি অংশ+Exclamatory mark.
-adjective এর পূর্বে a/an থাকলে Exclamatory করার সময় What বসবে এবং এরপর a/an হবে।
-adjective এর পূর্বে a/an না থাকে তাহলে How দিয়ে Exclamatory করতে হবে ।
i
ব্যাখ্যা (Explanation):
সাধারণত hear, notice, watch, see, smell ইত্যাদি verb-গুলোর object এর পরে base form এবং present participle (verb + ing) উভয়ই বসে। তবে present participle বসানোই শ্রেয়।
i
ব্যাখ্যা (Explanation):
Had better এর পরে verb এর base form বসে।
i
ব্যাখ্যা (Explanation):
As though এর পূর্বের clause টি past indefinite tense এ থাকায় এর পরবর্তী clause টি past perfect tense এ হবে ।
i
ব্যাখ্যা (Explanation):
One of the boys হচ্ছে singular noun।তাই এর verb ও singular হবে।
i
ব্যাখ্যা (Explanation):

এই বাক্যে শর্তবাচক (Conditional) ধারা ব্যবহার করা হয়েছে, যা প্রথম ধাপের শর্তবাচক (First Conditional) এর উদাহরণ। প্রথম ধাপের শর্তবাচকে মূল ধারা (main clause) সাধারণত ভবিষ্যৎ কাল (will + verb) এ থাকে এবং শর্তবাচক (if-clause) বর্তমান কাল (Present Simple) এ থাকে।

বাক্যটি:
"I will not go out if it rains."
- "will not go out" → ভবিষ্যৎ কাল
- "if it rains" → বর্তমান কাল (যা শর্ত নির্দেশ করে)

অন্য অপশনগুলো ভুল কারণ:
- rain → Present Simple এর মৌলিক রূপ, কিন্তু এখানে তৃতীয় পুরুষ singular এর জন্য "s" লাগবে।
- is raining → Present Continuous, যা সাধারণ শর্তের জন্য ব্যবহার হয় না।
- would be raining → Conditional II বা III ধরণের জন্য ব্যবহৃত, এখানে প্রাসঙ্গিক নয়।

i
ব্যাখ্যা (Explanation):
blind(adjective) শব্দের অর্থ হচ্ছে অন্ধ।
blindly(adverb)  শব্দের অর্থ হচ্ছে অন্ধভাবে।
blindness (noun)শব্দের অর্থ হচ্ছে অন্ধত্ব।
i
ব্যাখ্যা (Explanation):
Popularity(noun) শব্দের অর্থ  জনপ্রিয়তা
Popular(adjective) শব্দের অর্থ  জনপ্রিয়
Population(noun) শব্দের অর্থ  জনসংখ্যা
Popularize (verb) শব্দের অর্থ  জনপ্রিয় করা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
Laud(noun)-প্রশংসা
Laudable(adjective)-প্রশংসনীয়
i
ব্যাখ্যা (Explanation):
antagonistic- বিরোধী
Friendly-বন্ধুত্বপূর্ণ
Hostile-প্রতিকূল
Trivial-নগণ্য
i
ব্যাখ্যা (Explanation):
Prestige/ status শব্দের অর্থ পদমর্যাদা,সম্মান
state শব্দের অর্থ অবস্থা, রাজ্য
prestigious শব্দের অর্থ মর্যাদাপূর্ণ
static শব্দের অর্থ স্থির

Prestige (noun) এর adjective form হচ্ছে prestigious
i
ব্যাখ্যা (Explanation):
'Transparent' শব্দের অর্থঃ স্বচ্ছ
Transform শব্দের অর্থঃ রূপান্তর
Lubricant শব্দের অর্থঃপিচ্ছিলকারক পদার্থ
Pure শব্দের অর্থঃ খাঁটি ,শুদ্ধ
Hazy শব্দের অর্থ ঝাপসা,অস্বচ্ছ ,কুয়াশাচ্ছন্ন
i
ব্যাখ্যা (Explanation):
বাক্যটির translation হচ্ছে It may rain today.
may শব্দটি সম্ভাব্যতা নির্দেশক শব্দ ।
যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টি হবার সম্ভাবনাকে নির্দেশ করে তাই সঠিক translation -It may rain today.
i
ব্যাখ্যা (Explanation):

তুমি কি জানো সে কোথায় থাকে?এর সঠিক ইংরেজি হলো - Do you know where he lives?
Embedded question এর ক্ষেত্রে where + sub + verb ব্যবহৃত হয়।

i
ব্যাখ্যা (Explanation):
যারে দেখতে নারি তার চলন বাঁকা। =Faults are thick where love is thin
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৭৩ সালের ৬ ডিসেম্বর জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
- এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালে।
- কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় (১৯৮০) অবস্থিত।
i
ব্যাখ্যা (Explanation):
- প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস।
- লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকার জানাতেই দিবসটি উদযাপিত হয়।
- আমেরিকার সোশ্যালিস্ট পার্টি ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতীয় নারীদিবসের আয়োজন করে।
- এর প্রস্তাব দিয়েছিলেন শ্রমকর্মী থেরেসা মালকিয়েল।
- শহরের গার্মেন্টস শ্রমিকদের এক প্রতিবাদ স্বরূপ শুরু হয়েছিল এই দিনটির যাত্রা।
- ১৯১০-এ আমেরিকান সমাজতন্ত্রীদের থেকে অনুপ্রেরণা নিয়ে জার্মান প্রতিনিধিরা নারীদিবস পালন করেন।
- জাতিসংঘ ১৯৭৫ সালে নারীদিবস উদযাপন শুরু করে এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকেই দিনটি উদযাপন হচ্ছে।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন লিটন দাস। ২০২০ সালের ৬ মার্চ সিলেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি ১৪৩ বলে ১৭৬ রান করেন যা বাংলাদেশের যেকোন ব্যাটসম্যানের পক্ষে সর্বাধিক। এর আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিলো তামিম ইকবালের (১৫৮ রান)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ ।
- এটি আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়।
- ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা'আ।
- আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ হচ্ছেঃ মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া। আফ্রিকা আয়তন ও জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ।
- এই মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ৫৪টি। 

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0