১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (100 টি প্রশ্ন )
- কথ্যরীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে আদর্শ চলিত ভাষা বলে।
- এই ভাষাটিতে কথ্য ভাষার সরলতা এবং সাধু ভাষার শুদ্ধতা উভয়ই রয়েছে।
- এই চলিত রীতিরই অন্যনাম ‘প্রমিত রীতি’। এটি ‘মান রীতি’ নামেও পরিচিত।
- প্রমথ চৌধুরী ‘হালখাতা’ গদ্যগ্রন্থে প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান এবং ১৯১৪ সালে প্রকাশিত ‘সবুজপত্র’ পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রয়োগকে প্রতিষ্ঠা করেন।
প্রশ্নমতে,লাভ হয়=৯০-৭৫=১৫ টাকা
এখন,৭৫ টাকায় লাভ হয়=১৫ টাকা
অতএব,১ টাকায় লাভ হয়=১৫/৭৫ টাকা
 ১০০ টাকায় লাভ হয়=(৭৫×১০০)/৭৫=২০ টাকা


log525√5
=log552×51/2
=log55 2+1/2
=log55(4+1)/2
=log555/2
=5/2log55
=5/2×1
=5/2


  4​x = 2
বা, (22)​x=21
বা, 22x=21
বা, 2x=1
∴ x=1/2

দেওয়া আছে, x+(1/x) =√2

x3+(1/x3) = {x+(1/x)}3-3.x.1/x{x+(1/x)}
               =  (√2)3-3.√2
               = 2√2-3√2
               = -√2
One of the যুক্ত superlative degree-কে positive করার সময়-
one of the-এরপরিবর্তে শুধু sentence-এর প্রথমে few বা very few বসে এবং verb-এর plural form বসে।

Very few problems in our country are as bad as water-logging.
16x² - 25y²
=(4x)² - (5y)² 
= (4x + 5y)(4x - 5y)

12xy - 15y2

=3y(4x - 5y) 

সুতরাং, 16x² - 25y² এবং 12xy - 15y2 এর গ.সা.গু. হল (4x - 5y)।
২৫% লাভে বিক্রয়মূল্য ১০০+২৫=১২৫ টাকা
  এখন,বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য =১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য=১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ৫০০ টাকা হলে ক্রয়মূল্য =(১০০ ×৫০০)/১২৫=৪০০ টাকা


এখানে,
p=400
r=6%=0.06
I=120, n=?
আমরা জানি,
   I=pnr/100
⇒n= (I x 100)/(P x r)
    = (120 x 100)/(400 x 6)
    = 5



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

৪র্থ সমানুপাতিক 'ক' হলে -
  ৪ : ৬ = ৮ : ক
⇒ ৪/৬ = ৮/ক
⇒ ৪ক = ৮ × ৬
⇒ ক = (৮ × ৬)/৪
⇒ ক = ১২


আমরা জানি,পরস্পর সন্নিহিত দুটি কোণের সমষ্টি ২ সমকোণ বা ১৮০° এর সমান হয়।তবে তাদেরকে সম্পূরক কোণ বলে।
অতএব,৭০° এর সম্পূরক কোণ=১৮০°-৭০°=১১০°   


বৃত্তের ব্যাসার্ধ r=20/2=10মি
পরিধি =2π r=2 × π ×10=20π মি


সমবাহু ত্রিভুজের একবাহু x হলে,
ক্ষেত্রফল=(√3/4) X x²
বর্গক্ষেত্রের একবাহু a হলে  কর্ণ= a√2
   ''            ''       4  ''      '' =4√2



মনেকরি, নির্ণয় সংখ্যা=x
প্রশ্নমতে,
  x এর ৮% = ১৮
বা, x * (৮/১০০) = ১৮ 
বা, x = (১৮ * ১০০)/৮
অতএব  x = ২২৫ 



৫ : ৭ = (৫ x ৩) : (৭ x ৩) = ১৫ : ২১ এবং
৩ : ১৩ = (৩ x ৭) : (১৩ x ৭) = ২১ : ৯১

সুতরাং, ধারাবাহিক অনুপাত = ১৫ : ২১ : ৯১


May, might, can, could, must, ought to, going to active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-

Structure:
Object এর subject + may, might, can, could, must, ought to, going to এর পরে be + verb এর past participle form + by + subject এর object.


- As soon as যুক্ত affirmative sentence-কে negative করার নিয়মঃ No sooner had + sub + v3 + + obj + than + 2য় sub + v2 + বাকি অংশ। 
বাক্যটি assertive sentence
assertive sentence  কে  interrogative করতে বাক্যের শুরুতে Let+us+extension
Let us love our country .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে sentence-এ একটিমাত্র Subject ও একটিমাত্র Finite Verb থাকে তাকে Simple Sentence বলে।
প্রদত্ত চারটি অপশনের মধ্যে শুধুমাত্র 'Undoubtedly he is a brave man.' বাক্যটি simple Sentence-এর শর্ত পূরণ করছে।
sentence টি কে interrogative করতে auxiliary verb is বাক্যের শুরুতে বসবে।
Is+friendship+anthing+extension.
telecast অর্থ কোন কিছু প্রচার করা  । বাক্যটি present tense এ আছে ।তাই শূন্যস্থানে শুরু telecast  হবে ।
Now-a-days educative programs are telecast on different TV channels.=আজকালকার শিক্ষামূলক প্রোগ্রামগুলি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়।
'At a loss' =puzzled or uncertain what to think, say, or do.(কী ভাববেন, বলবেন, বা করবেন তা নিয়ে হতবাক বা অনিশ্চিত।)
decrease=হ্রাস
abate=কমান
destroy=ধ্বংস
expand=বিস্তৃত করা
amplify=প্রশস্ত করা
candid=স্পষ্ট
frank=স্পষ্ট
straight forward=অকপট
reserved=সংরক্ষিত,গম্ভীর
truthful=সত্যবাদী
'docile = নিরীহ
wild=বন্য
angry=রাগান্বিত
disheartened=হতাশ
tame=(of an animal) not dangerous or frightened of people; domesticated.(নিরীহ)

এখানে, AB=BC=CD=AD
এবং∠CBD=30°
∠ABD=30°
∴ ∠ABC=30°+30°=60°
∴ ∠ADC=60°
তাহলে,
  ∠BAD+∠BCD=360°-(60°+60°)
⇒∠BAD+∠BCD=360°-120°
⇒∠BAD+∠BCD=240°[∠BAD=∠BCD]
⇒∠BAD=120°
⇒ X+X=120°
⇒ 2X=120°
⇒ X = 60°
6x2-7x-5
=6x2-10x+3x-5
=2x(3x-5)+1(3x-5)
=(2x+1)(3x-5)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ax=y হলে logay=x
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0