১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (100 টি প্রশ্ন )
রানী ছবি আঁকে = Rani draws a picture.
শুদ্ধ বানান: Humorous (কৌতুকপূর্ণ)।
শুদ্ধ বানান: ঊষা, আমিন, বিদেশি ।
- জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭ টি ।
- এর অপর নাম "সম্মিলিত প্রয়াস"।
- ১৫০ ফুট উচ্চতাবিশিষ্ট এই স্মৃতিসৌধটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত ।
- ১৯৫২ এর ভাসা আন্দোলন , ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের ইসলামী শাসনতন্ত্রের আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন , ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন , ১৯৬৯ এর গণঅভুজথান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
- বিভিন্ন ব্যক্তির লোহিত রক্ত কণিকায় A এবং B নামক দুই ধরনের এন্টিজেন (Antigen) থাকে এবং রক্তরসে a ও b দুই ধরনের অ্যান্টিবডি (Antibody) থাকে।
- এই Antigen ও Antibody-র উপস্থিতির উপর ভিত্তি করে ১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তকে A, B, AB ও O গ্রুপে ভাগ করেন।
- রক্তের O গ্রুপকে সর্বজনীন দাতা এবং AB গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়
- আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বিপরমাণুক গ্যাস (H2)। এটি পর্যায় সারণির সবচেয়ে হালকা গ্যাস।
- ফ্যাদোম হলো গভীরতা পরিমাপের একটি একক।
- ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে প্রতিধ্বনির মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।
- ১ ফ্যাদোম = ৬ ফুট।
- বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস দ্বারা গঠিত। বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসের পরিমাণ যথাক্রমে নাইট্রোজেন (৭৮.০২ শতাংশ), অক্সিজেন (২০.৭১ শতাংশ), আর্গন (০.৮০ শতাংশ) প্রভৃতি ।
- বেসিমার পদ্ধতিতে ইউরিয়া সার উৎপাদিত হয়।
- ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস।
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে।
- ইউরিয়া সারে ৪৪-৪৬% নাইট্রোজেন থাকে।
- ইউরিয়া সারের প্রধান কাজ হলো গাছকে সবুজ ও সতেজ করা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেশের বৃহত্তম কয়লা বিদ্যুৎকেন্দ্র - পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্ৰ। অবস্থিত পটুয়াখালী।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে।
- ২০১৪ সালে এই সংক্রান্ত চুক্তি হয়েছিল।
- উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট।
- সূর্য কিরণ থেকে ভিটামিন ‘ডি’ পাওয়া যায়।
- মানুষের ত্বকের নিচে এক ধরনের কোলস্টেরল থাকে।
- সূর্যের আলোতে গেলে তা ভিটামিন 'ডি' তৈরি করে।
- ভিটামিন ‘ডি’ ক্যালসিয়াম তৈরি করে তা ব্যবহারে শরীরকে সহায়তা করে।
- ভিটামিন ‘ডি’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে শরীরকে সহায়তা করে।
- বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত।
- ২৬ এপ্রিল, ১৯৬৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- লর্ড ডালহৌসি ১৮৪৮ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রচেষ্টায় ১৮৫৬ সালে লর্ড ডালহৌসি ‘হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট ১৮৫৬' নামে বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন।
- এ আইন পাসের মাধ্যমে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন হয়।

উল্লেক্ষ্য, ১৮২৯ সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেনটিংক সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন।
- শায়েস্তা খান সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে চট্টগ্রাম দখল করেন।
- তিনি চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ
- মুঘল সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন।
- ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ হল আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের নবম আসর।
- এটি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম নিজ দেশে ক্রিকেট বিশ্বকাপের মত কোনো বড় টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।
- এই বিশ্বকাপে মোট ২০টি দল অংশ গ্রহণ করবে। 
- ২৬ জুলাই, ২০২১ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন করে তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নেয় সরকার।
- যে তিনটি থানাকে উপজেলা করা হয়েছে তা হলো- কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। \
- এ নিয়ে দেশে মোট উপজেলা হচ্ছে ৪৯৫টি।
- মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৩ সালে ২০তম ও ২০১৮ সালে ২১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
- বর্তমান ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- তিনি ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ সালে নির্বাচিত হন।
- হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য ২৮৯৭ কি.মি.।
- ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশে উত্থিত হওয়া নতুন স্রোতধারাটি দক্ষিণ দিকে যমুনা নামে প্রবাহিত হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দে এসে পদ্মায় মিলিত হয়েছে।
- আর পদ্মা নদী চাঁদপুরের নিকট মেঘনায় পতিত হয়েছে।
- ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা।
- নাফ নদী সংলগ্ন টেকনাফ থেকে ভারতের মিজোরাম পর্যন্ত ২৮০ কিমি বিস্তৃত বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত।
- সীমান্তের বাংলাদেশ প্রান্তে রয়েছে কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি জেলা আর মিয়ানমার প্রান্তে রয়েছে রাখাইন ও চীন রাজ্য।
- রাঙ্গামাটির বিলাইছড়ির ধুপানিছড়ায় বাংলাদেশের সঙ্গে মিলিত হয়েছে ভারতের মিজোরাম এবং মিয়ানমারের চীন রাজ্যের সীমান্ত
- এ স্থানটিকে তাই তিন মাথা হিসেবে অভিহিত করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী, রাঙামাটি এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।
- ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এ সৈকতের ব্যাপক ক্ষতি হয়েছিল।
 বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এ দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে।
- ৮ মার্চ : বিশ্ব নারী দিবস
- ১০ ডিসেম্বর : বিশ্ব মানবাধিকার দিবস।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে।
- মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমূখ।
- এ দিনটি বাংলাদেশের ইতিহাসে বিখ্যাত ঘটনা। এটি ভাষা আন্দোলন নামে পরিচিত।
জাপান সূর্যোদয়ের দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। ধারনা করা হয়, ইউরোপীয় উপনিবেশের সময় থেকে জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করা হত। তাছাড়া যেহেতু জাপানী ভাষায় চীনা ভাষার উপস্থিতি অত্যন্ত শক্তিশালী। সেহেতু নিপ্পন শাব্দিক অর্থ সূর্যের উৎপত্তির বিশ্লেষণে ইউরোপীয়রা জাপানকে সূর্যোদয়ের দেশ হিসেবে প্রচার করে। 

- নিশীথ সূর্যের দেশ : নরওয়ে 
- হাজার হ্রদের দেশ : ফিনল্যান্ড 
- সকাল বেলার শান্তি : কোরিয়া।
- ম্যাপল পাতার দেশ : কানাডা

- Facebook সামাজিক নেটওয়ার্কিং সাইট।
- ২০০৪ সালে মার্ক জাকারবার্গ, ডাসটিন মস্কোভিচ ও হিউজেস মিলে এটি তৈরি করেন ।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- দুই বা ততোধিক ব্যবসার মধ্যে ব্যবসায়িক সিদ্ধান্ত নির্ধারণ, বিনিয়োগের ঝুঁকি এবং মুনাফা ভাগ করে নেওয়ার জন্য যে আনুষ্ঠানিক সহযোগিতা তাকে Joint Venture বা যৌথ উদ্যোগ বলে।
- ব্র্যাক ব্যাংক জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে
- ব্রাক ব্যাংক ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ।
মাওরি এটি নিউজিল্যান্ডের উপজাতি সম্প্রদায়ের নাম।
- নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট-ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে ২৩ জুন, ১৭৫৭ সালে যে যুদ্ধ সংঘটিত হয় তা পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
- নবাবের প্রধান সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে উপমহাদেশে ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়।
• জুতা, তুলা, সুতা, পূজা শব্দগুলো সাধু রীতিতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এগুলো সাধু রীতির শব্দ। যেগুলোর চলিত রীতির শব্দ হচ্ছে- জুতো, তুলো, সুতো, পূজো ইত্যাদি।
• জোসনা, জ্যোৎস্না সাধু রীতির শব্দ, যার চলিত রীতি হলো-জোছনা।
• 'হউক' সাধু রীতির শব্দ, যার চলিত রীতি হলো- 'হোক'।
• সাধু রীতির বানানে 'ঙ' ব্যবহৃত হয় যেখানে চলিত রীতির বানানে 'ঙ্গ' ব্যবহৃত হয়। যেমন: 'রঙিন' (সাধু রীতি) যেখানে 'রঙ্গিন' (চলিত রীতির শব্দ)।
• 'ব্যতীত' সাধু রীতির শব্দ; যার চলিত রীতির শব্দ হল- 'ছাড়া'
• 'জন্য/জন্যে' চলিত রীতির শব্দ যার সাধু রীতির শব্দ হলো- ' নিমিত্ত'।

১/৪, ৩/১৬, ৯/২০ ল সা গু ই হবে সাধারণ গুনিতক

ভগ্নাংশের ল সা গু = লবগুলোর ল সা গু/ হর গুলোর গ সা গু = ৯/৪


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

১৫০ এর ১০% = ১৫০ ×১০/১০০ = ১৫


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0