- ভাষার মূল উপকরণ : বাক্য - ভাষার মূল উপাদান : ধ্বনি - ভাষার বৃহত্তম একক : বাক্য - ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি - বাক্যের মৌলিক উপাদান : শব্দ - বাক্যের মূল উপাদান : শব্দ - বাক্যের মূল উপকরণ : শব্দ - বাক্যের ক্ষুদ্রতম একক : শব্দ - শব্দের মূল উপাদান : ধ্বনি - শব্দের মূল উপকরণ : ধ্বনি - শব্দের ক্ষুদ্রতম একক : ধ্বনি
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা-ই যতি বা ছেদ চিহ্ন।
‘গোটা’ বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা-খানি পরে বসে। এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য। 'গোটা’ শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়। যেমনঃ - গোটাসাতেক আম এনো। - গোটা দেশই ছারখার হয়ে গেছে। - গোটাদুই কমলালেবু আছে। - দুখানা কম্বল চেয়েছিলাম।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সমূহঃ - ধ্বনির উচ্চারণ প্রণালী, - উচ্চারণ স্থান, - ধ্বনির প্রতীক বা বর্ণবিন্যাস, - সন্ধি, - সন্ধি ও ধ্বনি সংযোগ - ধ্বনি পরিবর্তন ও লোপ, - ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ইত্যাদি।
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে তাকে বলা হয় সমীভবন। যেমন- কাঁদনা> কান্না। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন-এর নিয়মেই হয়ে থাকে।
শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বিভক্তি বলে । বিভক্তি সাত প্রকার । যথা : প্রথমা বা শূন্য, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। অপ্রাণীবাচক শব্দের উত্তর-এ শূন্য বিভক্তি হয়। যেমন : কলম দাও।
- বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। - বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। - বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে বলে অক্ষর। - যে সুবিন্যস্ত পদসমষ্টি বক্তার কোনো মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বলে বাক্য ।
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: - হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, - লাঠিতে লাঠিতে যে লড়াই= লাঠালাঠি, - কানে কানে যে কথা= কানাকানি। এরূপ- চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস। যেমনঃ - প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি, - প্র (প্রকৃষ্ট) যে বচন- প্রবচন। এরূপ শব্দ হলো পরিভ্রমণ, অনুতাপ, প্রভাত ।
- গৃহে থাকে যে- গৃহস্থ ও ছা পোষে যে- ছা-পোষা উপপদ তৎপুরুষ সমাস এবং - শত অব্দের সমাহার = শতাব্দী হলো দ্বিগু সমাস।
অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়। যেমন : শুক – সারী, বাদশা – বেগম, সাহেব – বিবি, জামাই – মেয়ে । দাই, এয়ো ও সধবা নিত্য স্ত্রীবাচক শব্দ।
ই- কার বা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে " য " বা য ( ্য) ফলা হয়। য -ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যাঞ্জনের সাথে লেখা হয়। যেমন : - মসী + আধার = মস্যাধার , - ইতি + আদি = ইত্যাদি , - নদী + অম্বু = নদ্যম্বু।
অন্যদিকে, - অন্য + অন্য = অন্যান্য, - মার্ত + অঙ = মার্তণ্ড, - কুল + অটা = কুলটা হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি।
Provided এর পূর্বে future indefinite tense হওয়ায় provided এর পরবর্তী clause টি present indefinite tense এ হবে ।সুতরাং শূন্যস্থানের জন্য সঠিক expression হল circumstances favour us .
Inlcude (অন্তর্ভুক্ত করা ) এর adjective form হল includable (অন্তর্ভুক্ত করা যায় এমন)
inclusive শব্দটিও adjective, কিন্তু Inlcude (অন্তর্ভুক্ত করা) এর সাথে অর্থের দিক দিয়ে মিলে না। "Inclusive" শব্দের অর্থ হলো বিস্তৃত পরিসরে অনেক ধরণের জিনিস বা মানুষ অন্তর্ভুক্ত করে এমন। এটি প্রায় কোন কিছু সকলের জন্য খোলা বা সকলে ব্যাবহার করতে পারে এই রকম প্রসঙ্গে ব্যবহৃত হয়। তাই এটি Inlcude এর adjective না।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।