১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (100 টি প্রশ্ন )
- ভাষার মূল উপকরণ : বাক্য
- ভাষার মূল উপাদান : ধ্বনি
- ভাষার বৃহত্তম একক : বাক্য
- ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি
- বাক্যের মৌলিক উপাদান :  শব্দ
- বাক্যের মূল উপাদান : শব্দ
- বাক্যের মূল উপকরণ : শব্দ
- বাক্যের ক্ষুদ্রতম একক : শব্দ
- শব্দের মূল উপাদান : ধ্বনি
- শব্দের মূল উপকরণ : ধ্বনি
- শব্দের ক্ষুদ্রতম একক : ধ্বনি
সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। অন্যদিকে চলিত রীতি তদ্ভব শব্দবহুল। সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী।
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে । যথা- সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দৃশ্ছেদ্য?
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা-ই যতি বা ছেদ চিহ্ন।
- তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব।
- টনক নড়া বাগধারার অর্থ চৈতন্যোদয় হওয়া/বুঝে ওঠা।
- তাসের ঘর ও পায়াভারি বাগধারার অর্থ যথাক্রমে ক্ষণস্থায়ী ও অহংকার।
- হাড় হাভাতে বাগধারার অর্থ হতভাগ্য।
- চোখের বালি, গোঁফ খেজুরে ও বুদ্ধির ঢেঁকি বাগধারার অর্থ যথাক্রমে চক্ষুশূল, নিতান্ত অলস ও নিরেট মূর্খ।
ভগীরথ + অ + ঈ = ভাগীরথী শুদ্ধ বানান।
‘গোটা’ বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা-খানি পরে বসে। এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য। 'গোটা’ শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়। যেমনঃ
- গোটাসাতেক আম এনো।
- গোটা দেশই ছারখার হয়ে গেছে।
- গোটাদুই কমলালেবু আছে।
- দুখানা কম্বল চেয়েছিলাম।
• Man is the architect of his own life- এর সঠিক অনুবাদ হচ্ছে- মানুষ তার নিজ জীবনের স্থপতি। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
In the good books অর্থ সুনজরে। আর good looks অর্থ সুন্দর চেহারা।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সমূহঃ
- ধ্বনির উচ্চারণ প্রণালী,
- উচ্চারণ স্থান,
- ধ্বনির প্রতীক বা বর্ণবিন্যাস,
- সন্ধি,
- সন্ধি ও ধ্বনি সংযোগ 
- ধ্বনি পরিবর্তন ও লোপ,
- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ইত্যাদি।
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে তাকে বলা হয় সমীভবন। যেমন- কাঁদনা> কান্না। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন-এর নিয়মেই হয়ে থাকে।
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। যেমনঃ
- খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে;
- বাড়ি থেকে নদী দেখা যায়;
- আমি ঢাকা যাব।
শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বিভক্তি বলে । বিভক্তি সাত প্রকার । যথা : প্রথমা বা শূন্য, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। অপ্রাণীবাচক শব্দের উত্তর-এ শূন্য বিভক্তি হয়। যেমন : কলম দাও।
- বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে।
- বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক।
- বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে বলে অক্ষর।
- যে সুবিন্যস্ত পদসমষ্টি বক্তার কোনো মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বলে বাক্য ।
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
যেমন:
- হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি,
- লাঠিতে লাঠিতে যে লড়াই= লাঠালাঠি,
- কানে কানে যে কথা= কানাকানি।
এরূপ- চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস। যেমনঃ
- প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি,
- প্র (প্রকৃষ্ট) যে বচন- প্রবচন।
এরূপ শব্দ হলো পরিভ্রমণ, অনুতাপ, প্রভাত ।

- গৃহে থাকে যে- গৃহস্থ ও ছা পোষে যে- ছা-পোষা উপপদ তৎপুরুষ সমাস এবং
- শত অব্দের সমাহার = শতাব্দী হলো দ্বিগু সমাস।
চাঁদ-এর সমার্থক শব্দ- হিমাংশু, বিধু, সুধাংশু, সোম, ইন্দু, হিমকর, সুধাকর।
সবিতা শব্দের সমার্থক শব্দ-সূর্য, অর্ক, আফতাব, আদিত্য, মিহির, রবি, তপন, দিনেশ।
চিকুর শব্দের সমার্থক শব্দ- কেশ, চুল, কুন্তল।
শৈল শব্দের সমার্থক শব্দ- পাহাড়, পর্বত, গিরি, অদ্রি, শৃঙ্গ, অচল, নগ, ভূধর ।
'অহি' শব্দের সমার্থক শব্দ- সাপ, উরগ, আশীবিষ, ভুজগ, ভুজঙ্গম, ফ সর্প।
অচল শব্দের সমার্থক শব্দ- পর্বত, পাহাড়, গিরি, শৈল, অদ্রি, শৃঙ্গ, ভূধ
চাঁদ শব্দের সমার্থক শব্দ- সুধাংশু, শীতাংশু, শশাঙ্ক, বিধু, সুধাকর, নিশাব
দিন শব্দের সমার্থক শব্দ- দিবা, দিবস, অহ্ন, অহন, দিনমান, বাসর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
খাতক-এর বিপরীত শব্দ মহাজন।
চেতন- অচেতন
প্রসারণ - সংকোচন ও
উত্তমর্ণ - অধমর্ণ। 
হনন করার ইচ্ছা- জিঘাংসা;
লাভ করার ইচ্ছা- লিপ্সা;
উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন;
ইন্দ্রিয়কে জয় করেন যিনি- জিতেন্দ্রিয় ।
যে মেয়ের বিয়ে হয়নি— অনূঢ়া।
যে নারীর সন্তান বাঁচে না- মৃতবৎসা।
পাণিগ্রহণ করেছে এমন- কৃতদার।
অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়। যেমন :
শুক – সারী,
বাদশা – বেগম,
সাহেব – বিবি,
জামাই – মেয়ে ।
দাই, এয়ো ও সধবা নিত্য স্ত্রীবাচক শব্দ।
ইনী-প্রত্যয়যোগে গঠিত ঠাকুর শব্দের স্ত্রীবাচক শব্দ ঠাকুরাণী। 
ই- কার বা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে " য " বা য ( ্য) ফলা হয়। য -ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যাঞ্জনের সাথে লেখা হয়।
যেমন :
- মসী + আধার = মস্যাধার ,
- ইতি + আদি = ইত্যাদি ,
- নদী + অম্বু = নদ্যম্বু।

অন্যদিকে,
- অন্য + অন্য = অন্যান্য,
- মার্ত + অঙ = মার্তণ্ড,
- কুল + অটা = কুলটা হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি।
As though এর পূর্বের clause টি past indefinite tense এ থাকায় এর পরবর্তী clause টি past perfect tense এ হবে ।
Provided এর পূর্বে future indefinite tense হওয়ায় provided এর পরবর্তী clause টি present indefinite tense এ হবে ।সুতরাং শূন্যস্থানের জন্য সঠিক expression হল circumstances favour us .
Put out অর্থ নিভানো ।সুতরাং বাতিটি নিভাও এর ইংরেজি হল Put out the lamp
কৃপণ ব্যক্তিরা plural subject হওয়ায় সঠিক অনুবাদ হবে The misers spend their time in hoarding money .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Inlcude (অন্তর্ভুক্ত করা ) এর adjective form হল includable (অন্তর্ভুক্ত করা যায় এমন)

inclusive শব্দটিও adjective, কিন্তু Inlcude (অন্তর্ভুক্ত করা) এর সাথে অর্থের দিক দিয়ে মিলে না। "Inclusive" শব্দের অর্থ হলো বিস্তৃত পরিসরে অনেক ধরণের জিনিস বা মানুষ অন্তর্ভুক্ত করে এমন। এটি প্রায় কোন কিছু সকলের জন্য খোলা বা সকলে ব্যাবহার করতে পারে এই রকম প্রসঙ্গে ব্যবহৃত হয়। তাই এটি Inlcude এর adjective না। 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0